নিজস্ব সংবাদদাতা: বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। ওটিটির ছবি, সিরিজেই এখন টান দর্শকের। উইকেন্ড হোক বা অবসরে, ওটিটি যেন প্রিয় বন্ধু হয়ে উঠেছে। বাংলার ওটিটি প্ল্যাটফর্মগুলোর রমরমা কম নয়, এবার তাদের টেক্কা দিতে আসছে আরও এক নতুন প্ল্যাটফর্ম। নাম 'দরশু ওটিটি'। ইতিমধ্যেই টলি তারকাদের হাত ধরে শুভরম্ভ হয়েছে এই ওটিটির। 

 


একগুচ্ছ সিরিজ এসেছে এই প্ল্যাটফর্মে। ভিন্ন‌ ধারার গল্প নিয়ে জমে উঠেছে 'দরশু'। তার মধ্যে রয়েছে রহস্য-রোমাঞ্চে ঘেরা অরিজিনাল ছবিও। নাম 'ডিভাইন জাস্টিস'। ছবির পরিচালনার দায়িত্বে রাজীব চৌধুরী। মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে সাহেব ভট্টাচার্য ও অনুষা বিশ্বনাথন। 

 


এই প্রথমবার জুটি বেঁধেছেন সাহেব ও অনুষা। গল্পে তাঁদের চরিত্রদের নাম 'অনিন্দ্য' ও 'রাধিকা'। তারা একই আবাসনে থাকে। দু'জনের মধ্যে দারুণ সম্পর্ক। তবে হঠাৎই একদিন ঘটে যায় এক দুর্ঘটনা। বদলে যায় সবকিছু। বদলে যায় অনিন্দ্য-রাধিকার সম্পর্কের সমীকরণও। ঠিক হয় সেদিন? এই উত্তর মিলবে ছবির গল্পে। 

 


প্রসঙ্গত, এই মুহূর্তে সাহেবকে দর্শক দেখছেন স্টার জলসার ধারাবাহিক 'কথা'তে। মেগায় নায়ক 'অগ্নিভ'র চরিত্রে দর্শকের ভালবাসা কুড়িয়েছেন সাহেব। অন্যদিকে, অনুষার হাতে রয়েছে একগুচ্ছ ছবি ও সিরিজের কাজ। তাঁকে দর্শক শেষবার ছোটপর্দায় দেখেছিলেন 'জল থইথই ভালবাসা'য়।