দর্শকের পছন্দের ঘরানা বলতেই একবাক্যে উঠে আসে থ্রিলারের নাম। রহস্যে ঘেরা ছবির মোড়ে কোন নতুন চমক অপেক্ষা করছে তা জানতে আগ্রহী দর্শকমহল। দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই বাংলায় তৈরি হচ্ছে একের পর এক থ্রিলার ছবি। এবার রহস্যের জালে গল্প বলতে আসছেন পরিচালক সায়ন বসু রায়। ভরপুর রহস্যের সঙ্গে জুড়বে মিষ্টি সম্পর্ক। তবে রোম্যান্সের এক অন্যদিক ফুটে উঠবে ছবিতে। ছবির নাম 'কথা'।

 

 

সূত্রের খবর, এক পাচারচক্রের সম্মুখীন হয় নায়িকা। দুষ্কৃতীদের হাতেনাতে ধরে এক দুঁদে পুলিশ অফিসার। তারপর গল্পের নায়ক ওই অফিসার সঙ্গে কীভাবে জড়িয়ে যাবে নায়িকার জীবন সেই নিয়েই এগোবে গল্প। 

 

 

টলিপাড়ার অন্দরের খবর, নায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যকে। অন্যদিকে, পুলিশ অফিসারের চরিত্রে দর্শক দেখতে চলেছেন অভিনেতা জয়ী দেবরায়কে। এছাড়াও থাকবে টেলিভিশন জগতের বেশকিছু পরিচিত মুখ। এই প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে শ্রীমা ও জয়ীকে। 

 

 

আরও পড়ুন: কপালে সিঁদুর, হাতে শাঁখা-পলা! অতীতের বিবাদ, ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি রিয়া-অরিন্দম?

 


ছোটপর্দার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু শ্রীমা ও জয়ীর। দু'জনেই বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। ছোটপর্দার পর বড়পর্দায় এমনকী ওটিটির দুনিয়াতেও নজর কেড়েছেন তাঁরা। তবে এর আগে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের। তাই এই ছবির মাধ্যমেই একফ্রেমে ধরা দিতে চলেছেন শ্রীমা ও জয়ী। ইতিমধ্যেই, শুটিং চলছে এই ছবির। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। 

 

 


প্রসঙ্গত, মৈনাক ভৌমিকের আগামী ছবিতে দেখা যাবে শ্রীমাকে। প্রেম-বন্ধুত্ব-নস্ট্যালজিয়া ঘিরে শহর কলকাতা। মহানগরের বুকে প্রতিদিন লেখা হয় সহস্র না বলা প্রেম। গোধূলির রঙে মিশে যায় বিচ্ছেদের ব্যথারা। নবীন প্রজন্ম থেকে শুরু করে জীবনের অধ্যাবসায় পর্যন্ত, কত কাহিনি রয়ে যায় স্মৃতির পাতায়! এই সবকিছুকে একফ্রেমে ধরতে চলেছেন পরিচালক মৈনাক ভৌমিক।

 

 

 

বেশ কয়েকটি ছবিতে টানটান রহস্যের পর এবার অন্য ছন্দে ফিরছেন পরিচালক। তাঁর আগামী ছবি হয়ে আসছে 'মেড ইন কলকাতা'। স্টুডিও ব্লোটিং পেপারসের প্রযোজনায় আসছে এই ছবিটি। মুখ্য চরিত্রে শ্রীমা ছাড়াও দেখা যেতে চলেছে একঝাঁক তারকাকে।থাকছেন সৌম্য মুখোপাধ্যায়, অঙ্গনা রায়, ঐশ্বর্য সেন, অনিন্দ্য সেনগুপ্ত, মেঘা চৌধুরী, সপ্তর্ষি মৌলিক, শিঞ্জিনী চৌধুরী, এনাক্ষী গঙ্গোপাধ্যায়, অপ্রতীম চট্টোপাধ্যায় ও নন্দিনী চট্টোপাধ্যায়। এছাড়াও দেখা যেতে পারে টলিউডের ছোটপর্দায় একাধিক তারকাকে।