নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার দুই অভিনেতা এবার একই ছবির দুই মুখ্য চরিত্রে। নতুন গল্পে একসাথে আসছে অভিনেতা বিশ্বনাথ বসু ও ভাস্বর চট্টোপাধ্যায়। ছবির নাম 'অসহ্য'। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন দীপান্বিতা সেনগুপ্ত। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিশ্বনাথ বসু ও ভাস্বর চ্যাটার্জি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত নিজেই।
আধুনিকতার ছোঁয়ায় এখন বদলেছে সম্পর্কের সমীকরণ। সম্পর্কের মাঝে এসেছে বহু ধরণ, বহু বিভাজন। সেই প্রভাব দেখা যাবে এই ছবির গল্পে। ছবির গল্পে ভাস্বর ওরফে 'বর্ণ' ও দীপান্বিতা ওরফে 'রাই'-এর পনেরো বছরের দাম্পত্য। সময়ের সঙ্গে সঙ্গে ক্লান্তি জন্মেছে তাঁদের সম্পর্কে। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্যের তিক্ততা দিনের পর দিন আরও বেড়ে চলছে। তাই রাই বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে, রাইয়ের কলেজের বন্ধু 'অনুভব'। এই চরিত্রে দর্শক দেখবেন বিশ্বনাথ বসুকে। অনুভবকে নিজের সাংসারিক অশান্তির কথা জানায় রাই। অনুভবের সঙ্গে মন খোলা আড্ডায় নিজেকে আবারও নতুন করে খুঁজে পায় সে। কোন খাতে এগোবে তিনজনের জীবন? এই উত্তর মিলবে ছবির গল্পে।
চলতি মাসে ছবির শুটিং শেষ হয়েছে কলকাতা ও বাঁকুড়াতে। ছবিতে নতুন প্রজন্মের তিনজন অভিনয় শিল্পীকে দেখা যাবে, তাঁরা হলেন সপ্তর্ষি, মহাশ্বেতা ও বনি। ছবিতে গানের দায়িত্বে ছিলেন সুজয় ভৌমিক। পরিচালক দীপান্বিতা সেনগুপ্তর কথায়, "ছবিটিতে ভাটিয়ালি গান রয়েছে। মানুষের মনের কথা বলবে এই ছবি। ছবিটি মুক্তির আগে জাতীয় ও আর্ন্তজাতিক স্তরের ফেস্টিভ্যালে পাঠাতে চাই।"
