বাংলায় থ্রিলার ধারাবাহিক খুব একটা বেশি দেখা যায় না। তবে যেসব গল্পে রগরগে প্রেম বা সংসারের কূটকচালির বাইরে গিয়ে গল্পের নিত্যনতুন মোড় দারুণ চমক দিচ্ছে দর্শককে। বুঝতেই পারছেন কোন ধারাবাহিকের কথা বলছি, ঠিকই ধরেছেন জি বাংলাসোনার-এর ধারাবাহিক 'স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম (এসআইটি) - বেঙ্গল'।
এই মেগার মুখ্যচরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা ঋষি কৌশিককে। তাঁর চরিত্রের নাম ইন্দ্রজিৎ বসাক। এক দক্ষ ও দৃঢ়চেতা তদন্তকারী অফিসার। এই সিরিয়াল বাংলার হৃদয়ে তৈরি হচ্ছে এক অন্য ধরনের পুলিশ-প্রসিডিওর ড্রামার স্বাদ দিতে। এই দলে ঋষি কৌশিকের পাশাপাশি প্রধান মহিলা তদন্তকারী অফিসার হিসেবে রয়েছেন অভিনেত্রী রুকমা রায় অভিনীত মহিলা তদন্তকারী অফিসারের চরিত্রটিও।
ঋষি কৌশিকের স্ত্রীর চরিত্রে রয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়ও। এই ধারাবাহিকে আরও এক চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী আভেরী সিংহ রায়কে। গল্পে তাঁর চরিত্রের নাম 'ইন্সপেক্টর নীলিমা'। এছাড়াও রয়েছেন পূষণ দাশগুপ্ত, জ্যামি বন্দ্যোপাধ্যায় ও আনন্দ চৌধুরী। বিভিন্ন রহস্যের সমাধানে দেখা যায় এসআইটি টিমকে। তাই বরাবরই টানটান উত্তেজনাপূর্ণ পর্ব চলতে থাকে ধারাবাহিকে। এবার গল্পে আসছে আরও এক নতুন টুইস্ট।

ধারাবাহিকের নতুন মোড়ে আসছেন অভিনেতা অরুণাভ দে। তাঁর চরিত্রটির মধ্যেই লুকিয়ে টুইস্ট। রহস্য সমাধানে এবারও তৎপর টিম এসআইটি। তবে অরুণাভর চরিত্রটি ইতিবাচক কিংবা নেতিবাচক নয়, খানিক ধূসর। তাই গল্পের মোড়ে কোন দিকে মোড় নেবেন অভিনেতা, সেটাই দেখার অপেক্ষা।
কিছুদিন আগে 'ফুলকি' থেকে ছুটি নিয়েছেন অরুণাভ। অর্থাৎ, ওই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ধারাবাহিক শেষ হওয়ায় ওই চরিত্রকে সমাজমাধ্যমে আবেগঘন বার্তায় বিদায় জানিয়েছিলেন অভিনেতা। এবার নতুন গল্প নিয়ে, নতুন চরিত্রের হাত ধরে যাত্রা শুরু তাঁর।
প্রসঙ্গত, টলিপাড়ার পরিচিত মুখ অরুণাভ দে। ধারাবাহিক থেকে সিরিজ, এমনকী বড়পর্দায়ও কাজ করেছেন তিনি। কিছুদিন আগে একেবারে নতুন ভূমিকায় নিজের পরিচিতি গড়ে তুলেছেন অরুণাভ। পরিচালনায় হাত পাকিয়েছেন তিনি। তবে এই প্রথম নয়, দ্বিতীয়বার পরিচালকের ভূমিকায় এসেছিলেন অভিনেতা।
একটি ছোট ছবির পরিচালনা করেছিলেন অরূণাভ। নাম 'কনটেন্ট'। ছবিতে অভিনয়ও করছিলেন তিনি। সেই সঙ্গে মুখ্য চরিত্রে রয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রেরণা দাস ও সৈকত দে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সেই ছবি।
