নিজস্ব সংবাদদাতা: আবারও একটি ঐতিহাসিক গল্প নিয়ে আসছে স্টার জলসা। আসছে নতুন ধারাবাহিক 'রাজ রাজেশ্বরী রাণী ভবানী'। ইতিমধ্যেই সামনে এসেছে স্টার জলসার 'রাণী ভবানী'র প্রথম প্রোমো। স্টার জলসার এই নতুন মেগার প্রযোজনার দায়িত্বে রয়েছে 'বাংলা টকিজ'। মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রাজনন্দিনী পালকে। 

 

 

 

যদিও ধারাবাহিকের ভবিষ্যৎ ঘিরে এখন অনিশ্চয়তার ছায়া। দীর্ঘ সময় বেতন বৃদ্ধি হয়নি টেকনিশিয়ানদের। তাই নতুন মেগার শুটিং স্থগিত রেখেছেন তাঁরা। তবে টলিপাড়ায় কাজে যাতে ক্ষতি না হয়, তাই টেকনিশিয়ানরা পুরনো ধারাবাহিকের জন্য কাজ করছেন বলে খবর। নতুন ধারাবাহিকের শুটিং বন্ধের কোপে পড়েছে 'রাজ রাজেশ্বরী রাণী ভবানী'ও।

 

 

 

তবে আলোচনার মাধ্যমে সবটা মিটিয়ে ফেলার অপেক্ষায় রয়েছেন টেকনিশিয়ানরা। ইতিমধ্যেই জানা গিয়েছে, ধারাবাহিকে রাজনন্দিনীর বিপরীতে রাজা রামকান্তর চরিত্রে অভিনয় করবেন সায়ন বসু। তাঁকে দর্শক শেষ দেখেছেন 'দুই শালিক'-এর 'গৌরব'-এর চরিত্রে। এবার জানা যাচ্ছে, এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। 

 

 

 

 

তবে এবার আর নেতিবাচক কিংবা ধূসর চরিত্রে নয়, একেবারে নিপাট ইতিবাচক চরিত্রেই দর্শক দেখবেন তাঁকে। ইতিমধ্যেই হয়েছে লুক সেট। আশা করা যায়, ধারাবাহিকের আগামী প্রোমোতে দেখা মিলবে অভিনেত্রীর।