নিজস্ব সংবাদদাতা: দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসা ও জি বাংলায় আসছে একই গল্পকে ভিত্তি করে ধারাবাহিক। 'রাণী ভবানী'র গল্প বলতে আসছে জি বাংলা। একইভাবে, স্টার জলসায় আসছে 'রাজ রাজেশ্বরী রাণী ভবানী'।
অনেকদিন ধরেই টলিপাড়ার কানাঘুষো ছিল, অভিনেত্রী স্বস্তিকা দত্ত নাকি ফিরছেন টেলিভিশনে। এবার জানা যাচ্ছে, জি বাংলার 'রাণী ভবানী' হয়ে ফিরছেন স্বস্তিকা। জি বাংলা ও সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় আসছে এই মেগা।
এর আগে যদিও জি বাংলার মহালয়ায় দেবী দুর্গার বিভিন্ন রূপে নজর কেড়েছেন স্বস্তিকা। তাছাড়া আর কোনও পৌরাণিক চরিত্রে দেখা যায়নি তাঁকে। সত্যিই কি ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী? এই বিষয়ে জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে স্বস্তিকা দত্তর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনই কোনও মন্তব্য করতে পারবেন না।
এদিকে জল্পনা, আর কিছুদিনের মধ্যেই নাকি প্রোমো শুটিং হবে এই ধারাবাহিকের। যদিও চ্যানেল কর্তৃপক্ষ এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। অন্যদিকে, স্টার জলসার 'রাজ রাজেশ্বরী রাণী ভবানী' হচ্ছেন রাজনন্দিনী পাল।
স্টার জলসার এই নতুন মেগার প্রযোজনার দায়িত্বে রয়েছে 'বাংলা টকিজ'। ইতিমধ্যেই মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে অভিনেত্রী রাজনন্দিনী পালের কাছে। অভিনেত্রী নাকি মৌখিক কথাবার্তায় রাজি হয়েছেন। তবে এই মুহূর্তে রাজনন্দিনীর হাতে রয়েছে বেশকিছু ছবি ও সিরিজ, তাই খানিকটা ভাবনাচিন্তা করতে হচ্ছে। যদি রাজনন্দিনীর শর্ত মেনে প্রযোজনা সংস্থা তাঁকে ছাড় দেয়, তবে 'রাণী ভবানী'র চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।
