বলিউডের ব্যস্ত নায়িকাদের তালিকায় না থেকেও জনপ্রিয়তায় অদ্বিতীয়া শ্রদ্ধা। এবার তাঁকে দেখা যাবে মহারাষ্ট্রের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্রে। আর সেই ছবির শুটিং করতে গিয়েই ঘটে গেল বিপত্তি। গুরুতর আহত হয়েছেন শক্তি কাপুরের মেয়ে।
কিংবদন্তি শিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের-এর জীবনের ওপর নির্মিত হচ্ছে বায়োপিক ‘ইথা’, যেখানে তরুণ বয়সের বিঠাবাঈ-এর চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা। ছবির কাজ শুরু হওয়ার পর থেকেই শ্রদ্ধার নতুন লুক, অভিনয় নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু শুটিংয়ের মাঝপথে ঘটে গেল অপ্রত্যাশিত এক দুর্ঘটনা, ফলে আপাতত থমকে গিয়েছে সেই ছবির কাজ।
বি টাউন সূত্রের খবর, শুটিংয়ের দিন লাবণীর একটি কঠিন ধাপে শ্রদ্ধা ভুল করে পুরো শরীরের ওজন বাঁ পায়ে ফেলে দেন। দ্রুত তালের কারণে ভারসাম্য হারিয়ে তাঁর বাঁ পায়ের আঙুলে ভয়ংকরভাবে চোট লাগে, পরে জানা যায় সেটি ফ্র্যাকচার হয়েছে।
চোট লাগার পর পরিচালক সঙ্গে সঙ্গে শ্যুটিং বন্ধ করে দেন। কিন্তু শ্রদ্ধা জেদ করেই কিছু ক্লোজ-আপ শট শেষ করেন, যাতে ইউনিটকে অযথা দেরি না করতে হয়। এমনকী পরের দিন মুম্বইয়ে কয়েকটি আবেগঘন দৃশ্যও তিনি শুট করেন। তবে কয়েক দিনের মধ্যেই ব্যথা তীব্র হতে শুরু করে। ইউনিটের এক সদস্য জানিয়েছেব, “শুরুতে শ্রদ্ধা ব্যথা সহ্য করেই কাজ করছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যথা বেড়ে যায়। শেষ পর্যন্ত চিকিৎসকদের নির্দেশে শুটিং বন্ধ করতেই হয়।” আপাতত অভিনেত্রীকে প্রায় দু’সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তাঁর সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছে পুরো টিম।
ঘটনার সূত্রপাত একটি গুরুত্বপূর্ণ লাবণী নাচের দৃশ্য দিয়ে। বিঠাবাঈ-এর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লাবণীর। তাই এই দৃশ্যটি নিখুঁত করতে পরিচালক লক্ষ্মণ উটেকর বিশেষ মনোযোগ দিয়েছিলেন। সুরকার জুটি অজয়–অতুল তৈরি করেছিলেন দ্রুত লয়ের একটি গান, যার তালে শ্রদ্ধাকে পর পর জটিল নাচের স্টেপ করতে হত। দৃশ্যের জন্য অভিনেত্রীকে পরতে হয়েছিল ঐতিহ্যবাহী নওয়ারি শাড়ি, ভারী গয়না ও কোমরবন্ধ। যার ফলে সাবলীলভাবে নড়াচড়া করাও সহজ ছিল না।
শ্রদ্ধার এই বায়োপিকটি ভক্ত ও চলচ্চিত্র–মহলে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছে। চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে শ্রদ্ধা নিজের ওজনও ১৫ কেজির বেশি বাড়িয়েছেন, যাতে তাঁর শরীরী ভাষা ও উপস্থিতি বিঠাবাঈ-এর যুবতী রূপের সঙ্গে মানানসই হয়। আপাতত সকলেই আশা করছেন, অভিনেত্রী দ্রুত সেরে উঠবেন এবং শুটিং আবার নতুন উদ্যমে শুরু হবে।
