সংবাদসংস্থা মুম্বই: বলিউডের চর্চিত নায়িকাদের তালিকায় উর্বশী রাউতেলার নাম থাকেই। তাঁর অভিনয়ের থেকে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন অভিনেত্রী। মাঝেমধ্যেই নেটিজেনদের প্রশ্ন উঠে আসে, কবে বিয়ে করবেন উর্বশী? এবার এই প্রশ্নের উত্তর নিজেই দিলেন তিনি। 


সমাজ মাধ্যমে এক নেটিজেনের তাঁর বিয়ে সংক্রান্ত প্রশ্নের উত্তরে উর্বশী বলেন, "এখন আমার কাটনি যোগ চলছে। এই যোগে বিয়ে করাটা একদম উচিৎ নয়। এই যোগ কাটতে আরও আড়াই বছর সময় লাগবে। তারপর বিয়ে করব।"


উর্বশীর এই উত্তর নিমেষে ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। অনেকেই তাঁর এই উত্তরের সত্যতা নেই বলেও দাবি  জানান। উর্বশীর বিয়ে না করার প্রসঙ্গে অনেকে তুলে এনেছেন ক্রিকেটার ঋষভ পান্থের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন। 


প্রসঙ্গত, ক্রিকেট তারকা ঋষভের সঙ্গে নাম জড়িয়েছিল উর্বশীর। কিন্তু এই গুঞ্জনকে ভুয়ো বলে দাবি জানিয়েছিলেন অভিনেত্রী। তিনি বলেন, "আমার সঙ্গে ঋষভকে জুড়ে অনেক কথা বলা হয়। আমি পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই যে, এই সবের কোনও সত্যতা নেই। আমি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে পছন্দ করি না। আমার লক্ষ্য শুধু কেরিয়ারে উন্নতি করা। কাজ নিয়েই থাকতে ভালবাসি আমি। সেই সব বিষয় নিয়েই কথা বলা ভাল। আমি জানি না কেন সমাজমাধ্যমে পাওয়া তথ্য নিয়ে মানুষ এত উত্তেজিত হয়ে যায়। তবুও জানাই এই গুঞ্জনের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।"