নেটফ্লিক্সে সম্প্রচারিত হওয়া দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো–এর চলতি সিজনের রাখিবন্ধন উপলক্ষে বিশেষ পর্বে হাজির হয়েচিলেন বলিউডের দুই অভিনেত্রী তথা দু'বোন শিল্পা শেঠি ও শমিতা শেঠি। কপিল শর্মার হাসি-ঠাট্টার মাঝেও পাওয়া যায় শৈশবের স্মৃতি, সম্পর্কের রং এবং ভালবাসার স্পন্দন ফুটে উঠল তাঁদের কথায়।
টেলিভিশন পর্দায় হাসি-জোকসের ভাঁজে, শিল্পা জানালেন তাঁদের শৈশবে মা সুনন্দা শেঠি যথেষ্ট কড়া ছিলেন।

“আমাদের মা কখনও ছাড়তেন না— ঝাঁটা আর পায়ের চটি দিয়ে আচ্ছামতো শাসন করতেন।” মন্তব্য শিল্পের। অভিনেত্রীর এই সরস স্মৃতি শুনে ক্যামেরার দুই পাড়ের উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ে। তবে মায়ের এই কঠোর শাসন-ই যে আজকের দিনের তাঁদের জীবনের শৃঙ্খলা ও দৃঢ় নৈতিকতার ভিত্তিপ্রস্থান, সেকথাও সগর্বে ঘোষণা করেন শিল্পা। কপিলের এই শোয়ের ওই পর্বে গুরুত্বপূর্ণ এক মুহূর্তে, শিল্পা খোলামেলাভাবে জানিয়ে দিলেন—আপাতত তাঁর মিশন হল, শমিতার জন্য উপযুক্ত পাত্র খুঁজে বের করা।
এরপর মজার সুরেই শিল্পা বলে ওঠেন ,“আমি তো সরাসরি পুরুষদের জিজ্ঞেস করতে লজ্জা পাই না—‘তোমার বিয়ে হলো?’। তারা হয়তো এ,আমার প্রশ্নের মধ্যে থাকা আবেদন শুনে চমকে যান। পরে অবশ্য বলে দিই, ‘না না, আমার জন্য না—আমার ছোট বোনের জন্য!’”
বলাই বাহুল্য, অভিনেত্রীর খোলা মনের এই প্রাঞ্জল কথা দর্শকদের মধ্যে ফের হাসির ফোয়ারা তোলে।
বলিউডে পরিচালক, অভিনেত্রী, নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার কমতি নেই। তবে ট্রোল এবং কটাক্ষকে পাশে ফেলে নিজেদের নিয়েই হাসি-ঠাট্টায় মেতে উঠলেন দই বোন। তাঁদের সেই রসবোধই প্রধান আলোচ্য বিষয়ে উঠেছে এই অনুষ্ঠানের।
রাখির এই বিশেষ পর্বে শিল্পা-শমিতা শেঠির শুধু সরল হাসি না, বরং তার পাশাপাশি আত্মীয়তার আবেশ, শাসন ও সহমর্মিতা—যা প্রমাণ করে পারিবারিক সম্পর্ক এবং বিনোদনের শক্তিশালী মিলন কত সময়ে সমৃদ্ধ করে, তাতে আনন্দ এবং চিন্তার উভয়ই প্রতিফলন ঘটে।
প্রসঙ্গত, বলিপাড়ায় গুঞ্জন ছিল, শিল্পা নাকি শুধুমাত্র অর্থের জন্য ব্যবসায়ীকে বিয়ে করেছেন- এমন অভিযোগ তাঁর বিরুদ্ধে। যদিও অভিনেত্রী এইসব কটাক্ষকে পাত্তা দেননি আগেও। এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রাকে বিয়ে করার বিষয়ে এই কটাক্ষের জবাব দিয়েছিলেন অভিনেত্রী। শিল্পা বলেন, “আমি যখন রাজকে বিয়ে করি তখন গুগলের সমীক্ষা অনুযায়ী আমি ১০৮তম ধনী ব্রিটিশ ভারতীয় হিসাবে তালিকাভুক্ত ছিলাম। আমি আজ আরও ধনী, এবং আমি আমার সমস্ত আয়কর, জিএসটি - সবকিছুই পরিশোধ করি।”
অভিনেত্রীর কথায়, “একজন সফল মহিলা তাঁর সঙ্গীর কাছে অর্থ খোঁজেন না। রাজ ধনী। কিন্তু তাঁর অর্থ দেখে আমি বিয়ের সিদ্ধান্ত নিইনি।”
বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসাবে পরিচিত শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। কঠিন সময়েও একে অপরের পাশে থেকেছেন তাঁরা। সম্প্রতি, এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রার গোপন কথা ফাঁস করলেন শিল্পা। বিয়ের সময় নাকি অভিনেত্রীকে কঠিন শর্ত দিয়েছিলেন রাজ! শিল্পার কথায়, "বিয়ে ঠিক হলেও একের পর এক ছবির জন্য বারবার বিয়ের দিন পিছিয়ে দিচ্ছিলাম। সানি দেওলের সঙ্গে তখন 'দ্য ম্যান'-এর শুটিং শুরু হওয়ার কথা ছিল, সেই সময় কাজ অতিষ্ট হয়ে পড়ে। জানায় যে, হয় ছবির কাজ করব নয়তো রাজের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখব। এই দোটানার মাঝে তখন রাজকেই বেছে নেই। যদিও ছবিটি পরে শুট করেছিলাম। তবে আমি মনে করি, রাজকে বিয়ে করার সিদ্ধান্ত জীবনের সবচেয়ে ভাল সিদ্ধান্তগুলোর মধ্যে একটা।
