সংবাদসংস্থা মুম্বই: গোটা বিশ্বজুড়ে যেমন ছড়িয়ে রয়েছেন শাহরুখ খানের অনুরাগীরা। তেমনিই বলিউডের অন্দরেও রয়েছে বহু শাহরুখ ভক্ত। তাঁদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ। নিজেকে শাহরুখ খানের অনুরাগী হিসেবে বহুবার চিহ্নিত করেছেন অভিনেত্রী। 

সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে শাহরুখের ৫০ তম জন্মদিনে মন্নতের বাইরে অসংখ্য অনুরাগীদের সঙ্গে তাঁর শাহরুখ দর্শনের মুহূর্ত নিয়ে কথা বলেছেন তিনি। শর্বরীকে প্রশ্ন করা হয়, শাহরুখ না সলমন কাকে বেশি পছন্দ অভিনেত্রীর? একটুও না ভেবে কিং খানের নাম নেন তিনি। তখনই অভিনেত্রী জানান, শাহরুখের ৫০ তম জন্মদিনে তাঁকে এক ঝলক দেখার জন্য মন্নতের বাইরে অসংখ্য ভক্তদের ভিড়ে তিনিও অপেক্ষা করছিলেন। কারণ এর আগে কখনও অভিনেতার সঙ্গে দেখা হয়নি তাঁর। একজন শাহরুখের ছবি আঁকা টি-শার্ট বিক্রি করছিলেন সেখানে শর্বরী ওই টি-শার্ট কিনে পরেওছিলেন। 

অভিনেত্রীর কথায়, "যখন শাহরুখকে প্রথম দেখলাম আমি সেই মুহূর্তটা বর্ণনা করতে পারব না। অগণিত ভক্তদের মত আমিও অপেক্ষা করছিলাম এক ঝলক তাঁকে দেখার জন্য। তাঁকে সামনে থেকে দেখা আমার কাছে যেন স্বপ্নপূরণ।"

প্রসঙ্গত, জন আব্রাহামের সঙ্গে 'বেদা'য় অভিনয় করে দর্শকের থেকে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। আগামীতে তাঁকে আলিয়া ভাটের সঙ্গে দেখা যেতে চলেছে যশ রাজ ফিল্মসের 'স্পাই ইউনিভার্স'-এর আগামী ছবি 'আলফা'য়। এই ছবিতে 'পাঠান' রূপে ক্যামিও চরিত্রে থাকতে পারেন শাহরুখ খান। এমনটাই গুঞ্জন ছড়িয়েছিল নেট পাড়ায়। তবে এই বিষয়ে নিশ্চিত করেননি নির্মাতারা।