বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তের বোন তিনি। নিজেকেও বলিউড অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন ঈশিতা দত্ত। ‘দৃশ্যম’ ছবিতে অজয় দেবগন, তাবুর মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। শুধু বড়পর্দাতেই নয়, টেলিভিশনের ধারাবাহিকেও কাজ করেছেন ঈশিতা। কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন তিনি। পুত্রের পর এবার তাঁর কোল আলো করে জন্ম নিয়েছে কন্যা সন্তান।

 

কন্যা সন্তানের জন্মের পরই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন ঈশিতা। হু হু করে কমতে থাকে দেহের ওজন। মাত্র ২২ দিনের মধ্যেই মাতৃত্বকালীন মেদ ঝরিয়ে ফেলেন ঈশিতা। মাত্র ৩৬ মাসে জন্ম দিয়েছেন সন্তানকে। স্বাভাবিক উপায়ে সি সেকশন ছাড়াই প্রসব হয়েছে। প্রথমে নায়িকা জানিয়েছিলেন, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন আর সন্তানকে স্তনদুগ্ধ পান করানোর ফলেই নাকি তাঁর ওজন হ্রাস পেয়েছে। তবে তা যেন স্বাভাবিক গতিতে হয়নি। দিন দিন রীতিমতো শুকিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী!

 

আরও পড়ুন: প্রাক্তন স্বামীর সম্পত্তি নিয়ে টানাপড়েনের মাঝে ছেলে-মেয়েকে নিয়ে দিল্লি পাড়ি করিশ্মার, ভারত জুড়ে কমেডি সফর শুরু সময় রায়নার

 


জানা যায়, শারীরিক অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় ঈশিতাকে। একইসঙ্গে অসুস্থ হয়ে পড়েন তাঁর দু'বছরের ছেলেও। মা ও ছেলে দু'জনের হাতেই স্যালাইনের চ্যানেল। জুলাই মাস যে খুব কষ্টের মধ্যে দিয়ে কেটেছে সেই কথা নিজেই জানালেন অভিনেত্রী। হাতে চ্যানেলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের শারিরীক অবস্থার কথা জানিয়ে দিলেন ঈশিতা দত্ত। 

 


অনেকেই সোশ্যাল মিডিয়ায় ঈশিতার কাছে জানতে চেয়েছেন আচমকা কীভাবে এত তাড়াতাড়ি ওজন ঝড়িয়ে রোগা হয়ে গেলেন? আসলে অসুস্থতার কারমেই দ্রুত গতিতে ওজন কমছিল। সেই বিষয়টি উল্লেখ করে ঈশিতা জানিয়েছে, 'এটা সত্যিই খুব কঠিন একটা সময় ছিল। যখন আমার সন্তানের সঙ্গে থাকার কথা তখন আমি হাসপাতালে ভর্তি। ভগবানের আশীর্বাদে এখন আমি আর বায়ু দু'জনেই আগের তুলনায় অনেকটা সুস্থ আছি। অনেকেই আমার ওজন কমে যাওয়ার বিষয়ে জানতে চেয়েছিলেন। আসলে সেটা ইচ্ছাকৃত নয়, অসুস্থতার কারণে ওজন কমে যাচ্ছিল।'


ফেব্রুয়ারিতে ঈশিতা ও বৎসল তাঁদের দ্বিতীয় সন্তান আগমনের খবর শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। প্রেগন্যান্সি জার্নির বিভিন্ন মুহূর্তের ফটোশুটও করেছিলেন তাঁরা। টেলিভিশনে ‘রিস্তো কা সওদাগর – বাজিগর’ ধারাবাহিকে কাজ করার সময় থেকেই ঈশিতা আর বৎসলের প্রেমের সূত্রপাত। যদিও সেই প্রেমের খবর প্রকাশ্যে আসে তার অনেক পরে। ২০১৭ সালে অভিনেতা বৎসল শেঠের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঈশিতা। ২০২৩ সালের ১৯ জুলাই প্রথম বার পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী। চলতি বছর ১০ জুন ফের মা হন তিনি।  

 

আরও পড়ুন: সুন্দরী মেয়ের ‘ইজ্জত’ বিক্রি করেই মোটা টাকা কামাতেন হাল্ক হোগ্যান? শিউরে ওঠার মত কী কী দাবি প্রয়াত কুস্তিগিরের জামাই?


প্রসঙ্গত, শেষবার ঈশিতাকে দেখা গিয়েছিল সুপারহিট ছবি ‘দৃশ্যম ২’-এ। বর্তমানে তিনি প্রস্তুতি নিচ্ছেন ‘দৃশ্যম ৩’-র জন্য। এই সিরিজে তাঁর সঙ্গে থাকছেন অজয় দেবগণ, টাবু, শ্রিয়া সারন, রজত কাপুর প্রমুখ। বর্তমানে অভিনেত্রীর শারীরিক অবস্থার খবর জানতে পেরে চিন্তার ভাঁজ পড়েছে তাঁর অনুরাগীদের কপালেও। ঈশিতা ও তাঁর সন্তানের দ্রুত আরোগ্য কামনা করছেন নেটিজেনরা।