সংবাদসংস্থা মুম্বই: কিছুদিন আগে থেকেই বলি পাড়ায় গুঞ্জন চলছিল এবার জুটি বাঁধতে চলেছেন রণবীর সিং ও পরিচালক আদিত্য ধর। ছবিতে রণবীর সিং ছাড়াও দেখা যেতে চলেছে সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপালকে। থাকবেন অক্ষয় খান্নাও। সূত্রের খবর, থ্রিলারধর্মী এই ছবির নাম 'ধুরন্ধর'। যদিও এখনও নাম চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন নির্মাতারা।
কিছু সত্য ঘটনাকে কেন্দ্র করে এগোবে ছবির গল্প। মূলত থ্রিলার ঘরানার হলেও ছবিতে থাকবে জমাটি অ্যাকশনে। ছবিতে এক ভারতীয় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। ছবির প্রধান নায়ক হিসাবে তাঁকে পেশ করা হলেও মাধবন, অর্জুনদের চরিত্রও দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। নেতিবাচক ভূমিকায় দেখা যেতে চলেছে সঞ্জয় দত্তকে।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই থাইল্যান্ডে ছবির শুটিংয়ের জন্য পাড়ি দিয়েছেন রণবীর সিং। ২০২৫-এ মুক্তি পেতে চলেছে এই ছবি। বছরের সবচেয়ে বড় অ্যাকশন থ্রিলারের অংশ হতে চলেছে এটি। এমনটাই জানাচ্ছেন নির্মাতারা।
এবার এই ছবি নিয়ে এল বড় খবর। ছবিতে রণবীরের সঙ্গে জুটি বেঁধে দেখা যাবে প্রাক্তন শিশু অভিনেত্রী সারা অর্জুনকে। সারা অর্জুনের বর্তমান বয়স ১৯ এবং রণবীর সিংয়ের ৩৯ বছর। বয়সের এই পার্থক্যের কারণে, নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন রণবীর। যদিও এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি নির্মাতারা।
