সংবাদসংস্থা মুম্বই: শোকের ছায়া বিনোদন জগতে। ফের স্বর্ণযুগের অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নামল বিনোদন জগতে। প্রয়াত জনপ্রিয় প্রযোজক ও অভিনেতা ধীরজ কুমার। সোমবার হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বর্ষীয়ান অভিনেতার। তাঁর পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ বোধ করায় ভেন্টিলেশনে রাখতে হয়েছিল তাঁকে। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন ধীরজ। বেশ কিছুদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। ভারতীয় সিনেমা ও টেলিভিশন দুনিয়ায় ধীরজের জনপ্রিয়তা ছিল বিপুল।
সোমবার রাতে অভিনেতার পরিবারের তরফে বিবৃতিতে জাননো হয়েছিল, ‘ধীরজের দ্রুত সুস্থতার জন্য সকলে প্রার্থনা করুন। এই কঠিন সময়ে আশা করি আপনারা আমাদের গোপনীয়তার সম্মান করবেন।’
আরও পড়ুন: ভাইরাল নওয়াজ-কন্যা শোরার ভিডিও! ফের কোন রোগের কবলে পড়লেন ক্যানসার আক্রান্ত দীপিকা?
হাসপাতাল ভর্তির পর চিকিৎসা চললেও শেষরক্ষা হল না। মঙ্গলবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। প্রসঙ্গত, ধীরজ কুমার বলিউডে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন রাজেশ খান্না এবং সুভাষ ঘাইয়ের সঙ্গে। ১৯৬৫ সালে ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। বহু বছর ধরে বিনোদন জগতে কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরজ নিজের জায়গা তৈরি করেছিলেন। ১৯৭০ থেকে ১৯৮৪ এই সময়ের মধ্যে মোট ২১টি পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেছিলেন এবং তার পর টেলিভিশন প্রযোজনার কাজ শুরু করেন। তাঁর সংস্থা ‘ক্রিয়েটিভ আই’-এর অধীনে সুপারহিট বেশ কিছু টেলিভিশন অনুষ্ঠানেরও প্রযোজনা করেছেন। তিনি ওই সংস্থার চেয়ারম্যান ছিলেন। এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। 'স্বামী' ছবিতে, 'কা কারু সজানি, আয়ে না বালাম' গানটি তাঁর উপর চিত্রিত হয়েছিল। তিনি 'হীরা পান্না', 'রাতো কা রাজা'র মতো ছবিতেও কাজ করে দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার দিনকয়েক আগে, ধীরজ কুমার মুম্বইয়ের ইসকন মন্দিরের উদ্বোধনে যোগ দিয়েছিলেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রয়াত হন বিনোদন জগতের আরও এক তারকা। পাঁচটি ভাষায় প্রায় ২০০টির বেশি ছবি করেছেন তিনি ৷ কাজ করেছেন হিন্দি সিনে দুনিয়ার স্টলওয়ার্ট দিলীপ কুমার, রাজেন্দ্র কুমার, সুনীল দত্ত, শাম্মি কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে। সোমবার ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণী সিনেমার জগতের অন্যতম অভিনেত্রী, পদ্মভূষণ প্রাপ্ত বি. সরোজা দেবী৷ সিনেমা জগতে মহান শিল্পীর অবদান অনস্বীকার্য৷ সেই কারণে সরোজা দেবীকে দক্ষিণী সিনেমা জগতের 'অভিনয়া সরস্বতী' নামেও ডাকা হয়৷
আরও পড়ুন: শাহরুখের মাথায় ভেঙে পড়ল কাচ, মুখ ভেসে যাচ্ছে রক্তে! এখন কেমন আছেন ‘বাদশা’?
জানা গিয়েছে, প্রবীণ কন্নড় অভিনেত্রী বি.সরোজাদেবী বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন । যশবন্তপুরের মণিপাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সরোজাদেবী কন্নড় সিনেমার পাশাপাশি কাজ করেছেন তামিল, তেলেগু এবং হিন্দি সিনেমায়। ১৯৫৫ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত টানা ১৬১ টি ছবিতে তিনি নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সিনে জগতে। পরপর দুই তারকার মৃত্যুতে বিরাট মন খারাপ অনুরাগীদের।
