সংবাদসংস্থা মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফ তাঁর শৈশব ও তারকা হওয়ার শুরুর দিনগুলির একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সম্প্রতি ভাগ করে নিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, অভাবের সংসারে ব্যক্তিগত শৌচালয় ব্যবহার করার কথা ভাবাই সেই সময় বিলাসিতা ছিল। তবুও যখন তিনি অভিনেতা হিসাবে খ্যাতি পেতে শুরু করেন, তখন তাঁর জন্য একটি শৌচালয় তৈরি হয়েছিল। যা তাঁর কাছে জীবনের বড় পাওয়া ছিল।
অভিনেতা বলেন, ‘‘আমি যখন সিনেমায় কাজ শুরু করলাম, তখন আমাদের ব্যক্তিগত শৌচালয় ছিল না। আমরা একাধিক পরিবার মিলে একটি শৌচালয় ব্যবহার করতাম। পরে আমি যখন একটু নাম করলাম, তখন কেউ একজন আমাকে আমাদের ঘরের জন্য একটি নিজস্ব বাথরুম বানিয়ে দিল।’’ জ্যাকির কথায়, ‘‘ওই বাথরুমটা ছিল আমার কাছে রোলস-রয়েসের থেকেও বড় কিছু।’’
অভিনেতা জানান, তিনি কখনও তাঁর অতীতকে ভুলে যাননি। আজও তিনি সাধারণ মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলতে পছন্দ করেন। তিনি বলেন, ‘‘মানুষ আমাকে ভালবেসে যা দিয়েছে, চেষ্টা করি সেটাকে সম্মান জানাতে।’’
জ্যাকি শ্রফ ‘হিরো’, ‘রাম লক্ষণ’, ‘পরিন্দা’, ‘দেবদাস’, ‘রঙ্গিলা’-সহ একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন। তবে জীবনের ছোট ছোট জিনিসকেই তিনি সবসময় বড় করে দেখেছেন। তাঁর এই সরল জীবনদর্শন ও মাটির কাছাকাছি থাকা মনোভাব দর্শকের কাছেও তাঁকে অনন্য করে তুলেছে। ওই সাক্ষাৎকারে জ্যাকি শ্রফ ফের প্রমাণ করলেন যে সত্যিকারের তারকা শুধু পর্দায় নয়, জীবনযাপনেও উদাহরণ তৈরি করেন।
