আজকাল ওয়েবডেস্ক: ৭ মে মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারতীয় সেনা। একের পর এক হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় সন্ত্রাসবাদীদের আস্তানা। সরকারিভাবে এই অভিযানের কথা প্রকাশ্যে আসতেই সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে শুরু করেছেন দেশের সর্বস্তরের মানুষ। পিছিয়ে নেই বলিপাড়াও।
সেনাকে অভিনন্দন জানানোর পাশাপাশি এই পরিস্থিতিতে বিভেদ ভুলে দেশকে এককাট্টা থাকার আহ্বান জানিয়েছেন তারকারা। অভিনেতা তথা কংগ্রেস নেতা রীতেশ দেশমুখ এক্স-এ লিখেছেন, “ভারতীয় সেনার জয়, ভারত মাতার জয়।” মধুর ভান্ডারকর লিখেছেন, “সেনার জন্য আমরা সবাই প্রার্থনা করছি। আমরা একটাই জাতি, আমরা সবাই এককাট্টা। জয় হিন্দ, বন্দেমাতরম।” সমাজমাধ্যম এক্স-এ “ভারতমাতার জয়” লিখেছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরও। অভিনেত্রী নিমরত কৌর লিখেছেন, “এক দেশ, এক মিশন। আমরা সেনার পাশেই আছি।”
অভিনেতা সোনু সুদ লিখেছেন, “ ন্যায় বিচার হল।” অক্ষয় কুমার লিখেছেন, “জয় হিন্দ, জয় মহাকাল।” অন্যদিকে মোদিবন্দনার সুর অভিনেত্রী এবং বিজেপি সাংসদ কঙ্গনার গলায়। ‘অপারেশন সিঁদুর’ এর কথা পোস্ট করার পাশাপশি পহেলগাঁও হামলার ভিডিও এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের আংশিক ভিডিও পোস্ট করেছেন ‘তেজস’ অভিনেত্রী।
