ফের খবরের শিরোনামে আমির খান। ‘মিঃ পারফেকশনিস্ট’ এবার নিয়ে এলেন বড় চমক! নিজের নতুন ছবি ‘সিতারে জমিন পর’ এবার প্রেক্ষাগৃহ ছেড়ে সোজা হাজির হচ্ছে ইউটিউবে—আর তাও মাত্র ১০০ টাকায়! না নেটফ্লিক্স, না হটস্টার, না কোনও ওটিটি প্ল্যাটফর্মেই নয়— এই ছবি রিলিজ হচ্ছে সরাসরি আমির খান টকিজ-এর ইউটিউব চ্যানেলে।
ছবির ডিজিট্যাল রিলিজ ঘোষণা করতে গিয়ে আমির বেছে নিলেন পুরনো দিনের জনপ্রিয় কমেডি ফর্মুলা—আন্দাজ আপনা আপনা- ছবির অনুকরণে সেই জনপ্রিয় স্টাইল স্কিট! আর তাঁর সঙ্গে এই পাগলামোয় তাল মেলালেন ছেলে জুনেইদ খান এবং ছোট ছেলে আজাদ। দেখা গেল আন্দাজ আপনা আপনা ছবির পরিচালক রাজ কুমার সন্তোষীকেও!
এই ঘোষণার ভিডিওর গল্পটা কেমন ছিল জানেন? একেবারে আন্দাজ-আপনা-আপনা ধাঁচের পাগলামো ভরা কাহিনি!ভিডিও শুরু হয় আমিরের রান্নাঘর থেকে। তিনি রান্নার লোককে বকাবকি করছেন— “তুই কিনে না দেখে ডাউনলোড করে দেখছিস ‘সিতারে জমিন পর’?” শোনামাত্রই রাঁধুনি বলে ওঠেন —“ জুনেইদ বাবুর এক নতুন স্কিম আছে।” শুনেই সোজা উঠে গিয়ে আমির দেখেন—জুনেইদ বসে আছে আর অভিনয় করছে সেই আন্দাজ আপনা আপনা ছবির সেই আইকনিক দৃশ্যটা, যেখানে আমির পর্দায় তাঁর বাবাকে বলে উঠেছিলেন— " “বাবা, এ তুমি কী করলে! সেলুন বিক্রি করে চুড়ির ব্যবসা করছ। নাক কাটিয়ে দিলে নিজের সন্তানদের!”
এবার সেই পুরনো রসিকতায় নতুন চমক, কারণ অমিয়ারের সেই চরিত্রে এবার জুনেইদ—আর বাবা হিসাবে ফিরেছেন আমির নিজে!
সিনে প্রেমীদের ‘নস্ট্যালজিয়া-অ্যাটাক’-এ ফেলেই শুরু! জুনেইদ খান হঠাৎ করেই বাবার জনপ্রিয় সংলাপ আওড়ে দেয়—
“আজ আমি বুঝতে পারলাম, যে আপনি পুরুষ-ই নন… মহাপুরুষ, মহাপুরুষ!” আমির খান শুনে তো অবাক! এরপর নিজেকেই ট্রোল করে বলেন— তুই যখনই খুশিতে মেতে উঠিস আমাকে নিয়ে, তখনই এম রভয় হয়, চিন্তা হয়। কারণ এর আগে, তোর বুদ্ধিতে ঠাগস অফ হিন্দুস্তান করলাম, তোর বুদ্ধিতে বিশ্বাস করে লাল সিং চাড্ডা-ও তৈরি করলাম। এইসব ছবি করে গালি তো খেলাম-ই উল্টে নিজের পকেট থেকেও একগাদা টাকা নষ্ট হল প্রযোজক হিসেবে! … কত্ত টাকা ডুবিয়েছি জানিস?” এরপর জবাবে হাসতে হাসতে জুনেইদ জানায়, সে ১০০ কোটির অফার ফিরিয়ে দিয়ে ‘সিতারে জমিন পর’ ছবিখানা ইউটিউবে রিলিজ করে দিয়েছে! যে দেখতে চাইবে মাত্র ১০০ টাকা খরচ করলেই তা দেখতে পাবে। শুনেই আর্তনাদ করে ওঠেন আমির— “আরে! এটা তুই কী সর্বনাশ করলি? অপদার্থ! হাঁদারাম! নেপোকিড!!”
বাবা-দাদার মধ্যে চিৎকার শুনে আমিরের ছোট ছেলে আজাদ রাও খান ঘরের ভেতর উঁকি মারে, দেখেই দরজা বন্ধ করে দেয়। আর সেই দরজাতেই লেখা ছবির রিলিজ ডেট— ১ আগস্ট। এই কথোপকথনে ভিডিও দেখে মাতোয়ারা নেটপাড়া। আমিরের রসবোধে আবার যাকে বলে নেটিজেনরা ‘ক্লিন বোল্ড’!
নেটিজেনদের প্রতিক্রিয়া? বলিউড কাঁপানো হাসির ঝড়!
- “হাসতে হাসতে শেষ! ভাবিনি এত মিষ্টি ব্যাপার হবে!”
- “জুনেইদ-আমিরকে নিয়ে একটা মজার বাবা-ছেলের ছবি বানানো উচিত… ধামালের মতন একেবারে পাগলাটে কিছু!”
- “সত্যি বলতে, আমি এটা আমিরের গত কয়েক বছরের যেকোনও ছবির থেকেও বেশি উপভোগ করলাম।”
- “জুনেইদকে কাল পৃথ্বী থিয়েটারে এক নাটকে দেখেছি, দারুণ অভিনয় করেছে—ছেলেটার দারুণ চার্মিং।”
নিজের সিনেমা মুক্তির জন্য চোখধাঁধানো প্রচারকৌশল নয়, কোনও বিতর্ক নয়, স্রেফ নিখাদ রসিকতায় টইটম্বুর পারিবারিক নাটক-হিউমার আর নস্টালজিয়ার চমৎকার মিশেল দিলেন আমির খান।‘সিতারে জমিন পার’ এর নতুন অধ্যায় এবার ডিজিটাল স্ক্রিনে—সরাসরি ইউটিউবে! আর তাতে তারকাদের থেকেও বেশি স্টার হয়ে উঠলেন… ‘নেপো কিড’ জুনেইদ!
