নিজস্ব সংবাদদাতা: মোহনা মাইতি ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে দর্শক জুটিতে দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'গৌরী এল'তে। গল্পে গৌরী আর ঈশানের জুটিকে দর্শক দারুণ ভালবাসা দিয়েছিলেন। যদিও এরপর আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাদের। কিন্তু এই জুটির ফেরার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। 

 

নতুন বছর শুরুর আগেই সুখবর দিলেন বিশ্বরূপ-মোহনা। ফের ছোটপর্দায় ফিরছেন জুটিতে। ধারাবাহিকের জনপ্রিয়তার কথা মাথায় রেখে আরও একবার ফিরছে 'গৌরী এল'। তবে এবার হিন্দি মাধ্যমে। জি টিভি-তে সম্প্রচারিত হতে চলেছে 'দিল কেয়া কারে'। সোম থেকে শনি দুপুর দেড়'টায় দেখা যাবে নতুন রূপে গৌরী-ঈশানকে। 

 

অলৌকিক শক্তি, ভক্তি আর যুক্তির মিশেলে এই ধারাবাহিকের গল্প। গৌরীর বিশ্বাস ও ঈশানের যুক্তি মিলবে কী? কীভাবে দুই মেরুর দুই মানুষের মিল হবে? আবারও একবার সেই গল্প ফুটে উঠবে জি টিভির পর্দায়। 


প্রসঙ্গত, মোহনাকে এরপর জি বাংলার 'কে প্রথম কাছে এসেছি' ধারাবাহিকে দেখা গেলেও বিশ্বরূপকে এখনও নতুন কাজে দেখেননি দর্শক। নায়কের ফেরার অপেক্ষায় এতদিন দিন গুনছিলেন সিরিয়াল প্রেমীরা। তবে এবার নতুন ধারাবাহিকে না হলেও পর্দায় ফিরছেন বিশ্বরূপ। এই খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দারুণ খুশি দর্শক।