সংবাদ সংস্থা মুম্বই: 'বিগ বস' মানেই বিতর্কের পাশাপাশি চমক। এবারের বিগ বস ১৯-ও তার অন্যথা হবে না বলেই আশা দেখাচ্ছে এখন থেকে। খুলেই বলা যাক বিষয়টা। লাবুবু পুতুল এখন যতই ভাইরাল হোক না কেন, শোরগোল পড়ে গিয়েছে এক নতুন ‘ডিজিটাল প্রতিযোগী’কে ঘিরে—‘হাবুবু’ নামে এক ইউএই-নিবাসী রোবট পুতুল যে নাকি ঢুকছে ‘বিগ বস ১৯’-এর ঘরে!
তা কে এই হাবুবু? হাবুবু হল মধ্যপ্রাচ্যের প্রথম কথা বলা রোবট-পুতুল , যার বড় বড় চোখ , মুখে সোনালি মুখোশ আর মাথায় কালো হিজাব। কিন্তু চেহারার বাইরেও তার অনেক গুণ—সে ৭টি ভাষায় কথা বলতে পারে, হিন্দিও জানে, আছে ইমোশনাল প্রসেসিং ইউনিট (Emotional Processing Unit) মানে সে অনুভব করতে পারে, বন্ধুত্ব করতে পারে, এমনকি প্রেমেও পড়তে পারে! শুধু তাই নয়, ‘হাবুবু’র নিজস্ব পারফিউম লাইন, গয়নার ব্র্যান্ড, পোশাক কালেকশন ও কালেক্টরস এডিশন ডলস রয়েছে! মানে, সে শুধু বিগ বসের প্রতিযোগীই নয়, একজন কৃত্তিম মেধা (AI) উদ্যোক্তা হিসেবেও নাম কুড়িয়েছে। যাকে বলে, শুধু পুতুল নয়, একেবারে 'এআই তারকা'।
'বিগ বস'-এ কী করবে হাবুবু? খবর, হাবুবু ১৬ জন প্রতিযোগীর একজন হিসেবে বিগ বসের ঘরে প্রবেশ করতে চলেছে! আইএফসিএম (IFCM) নামের সংস্থা তাকে ম্যানেজ করছে, যারা আগে বিগ বসের ঘরে আব্দু রোজিক-কেও হ্যান্ডল করত। তবে তার হাই-টেক ফিচারস যেন মানুষের ওপর প্রভাব ফেলতে না পারে, তাই বিশেষভাবে প্রোগ্রাম করা হয়েছে, যাতে সে মানব প্রতিযোগীদের থেকে এগিয়ে না যায়।
হাবুবু কি প্রেম, ঝগড়া, টাস্ক—সবই করবে? মুম্বই সংবাদ সংস্থার এক প্রতিবেদন বলছে, সে ঘরের কাজ করতে পারবে, কথা বলতে পারবে, সম্পর্ক তৈরি করতে পারবে এবং প্রেমেও পড়তে পারে। এত কিছুর পরেও চ্যানেলের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে গুঞ্জন— “এআই ঢুকছে বিগ বসে! এবার সত্যিই খেলা জমবে!”
