সংবাদসংস্থা মুম্বই: বলিউডে কৌতুকাভিনেত্রীদের মধ্যে অন্যতম ভারতী সিং। কমিক টাইমিংয়ের জোরে দর্শকের মনে পাকাপাকি জায়গা করেছেন তিনি। এখন এক ডাকে ভারতীকে চেনেন সবাই। মুম্বইয়ের বেশকিছু সংবাদমাধ্যমের দাবি, ভারতীর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২৩ কোটি টাকা। ভারতী সিং-এর আয় প্রতি মাসে প্রায় ২৫ লক্ষ টাকা। জানা গিয়েছে, তিনি প্রতি বছর ৩ কোটি টাকা আয় করেন। রয়েছে নিজের গাড়ি-বাড়ি। স্বামী হর্ষ লিম্বাচিয়া ও পুত্র গোলাকে নিয়ে সুখের সংসার করছেন তিনি।
ভারতীকে বর্তমানে 'লাফটারশেফ সিজন ২'-এ দেখা যাচ্ছে। তাঁর অনবদ্য কৌতুকের মাধ্যমে ভারতী অনুষ্ঠানটিকে মাতিয়ে রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে, 'কমেডি কুইন' তাঁর অবসর পরিকল্পনা সম্পর্কে কথা বলেছেন। ভারতীর মতে, তিনি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রি থেকে অবসর নেওয়ার। ঠিক কখন অবসর নেওয়ার পরিকল্পনা করছেন তাও প্রকাশ করেছেন তিনি।
ভারতী জানিয়েছেন যে, তাঁর ছেলে গোলা যখন একটি নির্দিষ্ট বয়সে পৌঁছবে তখন তিনি অভিনয় এবং সঞ্চালনা ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন। তিনি জানান, যখন গোলার ১৩ বছর হবে, তখন তিনি নিজেকে ইন্ডাস্ট্রি থেকে দূরে সরিয়ে নেবেন। এবং ছেলেকে সময় দেবেন।
এর কারণ হিসাবে ভারতী জানান, যেহেতু ছোটবেলা থেকে ছেলে প্রায় একাই বড় হচ্ছে। মায়ের সান্নিধ্য খুব কম পাচ্ছে, তাই কৈশরে যাতে মাকে পায়, তার ব্যবস্থা করবেন ভারতী। যদিও ওই সাক্ষাৎকারে মজার ছলে তিনি জানান, অবসর থেকে এখনও আট থেকে দশ বছর দূরে আছেন। তাই অনুরাগীদের চিন্তার কোনও কারণ নেই।
