নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'মেম বউ' এবার বাস্তবে বউ হতে চলেছেন। এই সুখবর নিজেই দিলেন খোদ 'মেম বউ' ওরফে অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়। আগামী বছর অর্থাৎ ২০২৫-এ নিজের মনের মানুষের সঙ্গে জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী।
স্টার জলসার 'মেম বউ' ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেছিলেন বিনীতা। প্রথম ধারাবাহিকেই অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তবে এরপর কলকাতা থেকে মুম্বই পাড়ি দেন বিনীতা। সেখানে অভিনয়ের পাশাপাশি গানের জগতেও নিজের জায়গা তৈরি করেন তিনি।
বর্তমানে অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন পেশাদার গায়িকাও। তবে এবার কর্মজগতের পাশাপাশি ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু করতে চলেছেন বিনীতা। ২০২৫ এই দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা মিলল বিনীতার। জানালেন, ইতিমধ্যেই শুটিং সেরে ফেলেছেন একটি নতুন বাংলা ছবির। বহুদিন পর ফের বাংলায় কাজ, সেই কারণে এই ছবি নিয়ে অত্যন্ত আশাবাদী বিনীতা। তবে পাশাপাশি এবার ব্যক্তিগত জীবন নিয়েও অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। জানালেন, ২০২৫-এর মে মাসে বিয়ে করছেন। বিনীতার কথায়, "আমি আসলে পাখির মত বাঁচতে ভালবাসি। যাকে কেউ জোর করে ধরে রাখবে না, কারণ আমার এই সৃষ্টিশীল স্বাধীনতা অত্যন্ত দরকার। আমার কাজে কেউ হস্তক্ষেপ করলেই সমস্যা। সব মিলিয়ে যে মানুষটিকে পেয়েছি সে সত্যিই মনের মতো। অপেক্ষা ছিল বহুদিনের, তবে নিজেদের একটু গুছিয়ে অবশেষে এই সিদ্ধান্ত নিলাম।"
আপাতত নতুন কাজ এবং নতুন জীবন নিয়ে ব্যস্ততা তুঙ্গে বিনীতার।
