নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর বক্স অফিস ছিল বরাবর বাংলা ইন্ডাস্ট্রির পাখির চোখ। শারদীয়ার মেজাজে সিনেমা দেখার ভিড়ও কম ছিল না। সেই রেশ এবার উৎসবের শেষেও দেখা যাচ্ছে। বাংলা ছবি 'বহুরূপী', 'টেক্কা'র পাশাপাশি মিঠুন চক্রবর্তী 'শাস্ত্রী'ও নেমেছিল ময়দানে। তবে এতদিনে সবাইকে ছাপিয়ে যে 'বহুরূপী'র জয় হয়েছে তা স্পষ্ট। 

 

এর আগে 'উইন্ডোজ প্রোডাকশন'-এর তরফে এসেছিল 'বহুরূপী'র আগাম টিকিট বুকিংয়ের হিসাব। মুক্তির প্রথম দিনেই, মাত্র ২৪ ঘন্টায় প্রায় ১০ হাজার টিকিট আগাম বুকিং হয়েছিল অনলাইনে। পুজোর আবহে প্রতিটি সিনেমা হলই প্রায় ভর্তি ছিল 'বহুরূপী'তে। কিন্তু মুক্তির ১৩ সপ্তাহ পেরিয়েও একটুও দর কমেনি ছবির। বরং ৮৯ তম দিনে এসে শো বাড়ল 'বহুরূপী'র। বাংলা ছবির ইতিহাসে রেকর্ড গড়তে চলেছে এই ছবি। 

 

প্রসঙ্গত, 'বহুরূপী'র রঙে দর্শকের মন রাঙিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়ের জুটি। সেই সঙ্গে পাল্লা দিয়ে রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর জুটিও। গল্পে দুই জুটির রোম্যান্স হার মানাবে সবকিছু। সেইসঙ্গে রয়েছে টানটান রহস্য। সমালোচক মহল থেকে শুরু করে তারকারাও প্রশংসা জানিয়েছেন এই ছবির।