নিজস্ব সংবাদদাতা: মানুষের জীবনে টানাপোড়েন থেকে শুরু করে নতুন অধ্যায়ের সূচনা, সবটাই যেন একটা সফরের মতো। এই সফরের মাঝে যদি প্রেম না থাকে তাহলে জীবনটাই যেন বেরঙিন হয়ে যায়। চিরাচরিত প্রেম গাঁথা নয়, এক অন্য প্রেমের গল্প বলতে আসছে 'মনফকিরা'। অনির্বাণ বসু রায়ের পরিচালনায় এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় ও সায়ন ঘোষকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়।
পরিস্থিতির চাপে পতিতাবৃত্তি বেছে নিয়েছে গল্পের নায়িকা 'মাধুরী'। নিজের ভাগ্যের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিয়েছে সে। এই চরিত্রে রয়েছেন পায়েল মুখোপাধ্যায়। অন্যদিকে, এক ছাপোষা বাঙালি ছেলে 'বাবুয়া'। দিনের বেশিরভাগ সময় সে পরিবারের জন্য ব্যায় করে। কীকরে আর একটু ভাল করে বাঁচা যায় সেই প্রচেষ্টাই রোজ তাড়া করে বেড়ায় তাকে। 'বাবুয়া'র চরিত্রে সায়ন ঘোষ। ঘটনাচক্রে মাধুরীর সঙ্গে আলাপ হয় বাবুয়ার। একে অপরের প্রেমে পড়ে তারা। কিন্তু এই প্রেম স্বীকৃতি পাওয়ার আশায় তারা পেরোয় বহু বাধা। অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়ের অভিনীত চরিত্রটি এই পতিতাপল্লীর পথপ্রদর্শক। তিনি কোন চোখে এই প্রেমকে দেখবেন? পরিণতি পাবে কি মাধুরী আর বাবুয়ার প্রেম? উত্তর মিলবে ছবির গল্পে।
সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতায় শেষ হয়েছে শুটিং। এরপর চলতি বছরের শেষেই ঘাটশিলায় হবে ছবির পরবর্তীভাগের শুটিং। সবকিছু ঠিক থাকলে ল্যান্ডস্কেপ মোশন পিকচার ও অমিত রায়ের প্রযোজনায় ২০২৫-এর পয়লা বৈশাখে মুক্তি পেতে চলেছে ছবিটি।
