নিজস্ব সংবাদদাতা: সান বাংলায় শুরু হয়েছে পারিবারিক গল্প 'বসু পরিবার'। অঞ্জন বাবুর পরিবারের গল্প অল্পদিনেই বেশ মনে ধরেছে দর্শকের। একের পর নতুন মোড়ে দর্শকমনে জায়গা করে নিয়েছে দীপ্তেশ আর নীলা।
ধারাবাহিকের গল্পের মোড়ে একের পর এক চমক আসলেও এবার এল বড় খবর। হঠাৎই ধারাবাহিক থেকে সরে এলেন নায়িকা! রাতারাতি হয়ে গেল নায়িকা বদলও। 'নীলা'র চরিত্রে দর্শক এতদিন দেখেছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যকে। কিন্তু সম্প্রতি, চ্যানেলের তরফে সামনে এসেছে নতুন এক প্রোমো। সেখানেই 'নীলা'র চরিত্রে দেখা গেল অভিনেত্রী সম্পূর্ণা মন্ডলকে। হঠাৎই এই বদল দেখে প্রশ্ন উঠছে দর্শক মনে।
ঠিক কী কারণে হঠাৎই মাঝপথে ধারাবাহিক থেকে সরে এলেন শ্রীমা? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শুটিংয়ের একটি দৃশ্যের সময় গুরুতর আহত হন তিনি। ডান পায়ের তিনটে লিগামেন্ট ছিঁড়ে যায়। এমনকী হাঁটুতেও লাগে বড়সড় চোট। ওই অবস্থায়ও শুটিং করে যান অভিনেত্রী। পরে অবস্থা আরও খারাপ হতে শুরু করলে চিকিৎসকের পরামর্শ মেনে তিন মাসের জন্য বিশ্রাম নেবেন ঠিক করেন।
ধারাবাহিকে এতদিনের পর্ব শুটিং হয়ে থাকাটা কোনও মতেই সম্ভব নয় বলে, শ্রীমার পরিবর্তে 'নীলা'র চরিত্রে তড়িঘড়ি সম্পূর্ণাকে দেখানো হচ্ছে। সদ্য মুক্তি পাওয়া প্রোমোতে দেখা যাচ্ছে, বসু পরিবারের ভাঙন আটকাতে অসহায় অঞ্জন বাবু। কেউ না থাকলেও তাঁর পাশে এসে দাঁড়ায় নীলা। দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে।
এদিকে, ধারাবাহিক থেকে শারীরিক অসুস্থতার কারণে সরে আসায় মন খারাপ শ্রীমারও। পুজোর আগেই এই অঘটন! তাই ঠাকুর দেখা থেকে ঘুরতে যাওয়া সবটাই বাতিল। কিন্তু সুস্থ হয়েই ফের নতুন কাজে ফিরবেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।
