অভিনেত্রী হিসেবে এক দশক পূর্ণ করতে চলেছেন শবনম বুবলী। বড়পর্দায় তাঁর প্রথম ছবিতে নায়ক ছিলেন শাকিব খান। শাকিবের সঙ্গে জুটি বেঁধে বুবলী যেমন ছিলেন আলোচনার তুঙ্গে, তেমনি ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনে এ অভিনেতাকে জড়িয়ে নানা বিতর্কের মুখেও পড়তে হয়েছে তাঁকে। দশ বছরের কেরিয়ারে শাকিবের সঙ্গে ১২টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। একসময় বিয়েও করেন তাঁকে। পরে অবশ্য বিচ্ছেদও হয় তাঁদের। এ জুটির সর্বশেষ সিনেমা ছিল ‘লিডার আমিই বাংলাদেশ’। এরপর আর তাঁদের একসঙ্গে দেখা যায়নি। যদিও বর্তমানে বুবলী অন্য নায়কদের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত কাজ করছেন।


বুবলীর  আগামী ছবির নাম ‘ঢাকাইয়া দেবদাস’। জাহিদ হোসেনের পরিচালনায় ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন আদর আজাদ। এ ছবিতে পুরোনো ঢাকার সংস্কৃতি ও আচার অনুষ্ঠান তুলে ধরা হবে বলে জানান নির্মাতা। ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে শুরু হবে এর শুটিং। ভক্তদের এ সুখবর দিয়ে এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘ছবির গল্প বেশ সুন্দর। অন্যরকম তো বটেই। যে চরিত্রটিতে অভিনয় করব, বেশ চ্যালেঞ্জিং আমার কাছে। সব মিলিয়ে নতুন মিশনের জন্য তৈরি হচ্ছি।’ তিনি আরও বলেন, ‘বেশকিছু সিনেমার প্রস্তাব রয়েছে হাতে। কিছু সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। অনেক দিন আমেরিকায় থাকায় কাজ থেকে দূরে ছিলাম। এবার আবার নতুন উদ্যোমে শুরু করছি।’ স্বভাবতই এ খবর শুনে হইচই শুরু হয়েছে বাংলাদেশে তাঁর অনুরাগী মহলে। 


গত বৃহস্পতিবার ছিল এই বাংলাদেশী অভিনেত্রীর জন্মদিন। প্রতি বছর পরিবারের সঙ্গেই দিনটি রাঙিয়ে তোলেন। কেক কাটেন, ছেলে শেহ্জা‌দ খান বীরকে নিয়ে বাইরেও বেড়াতে যান। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতিবার নিজের মতো করেই বিশেষ এ দিনটি পালন করেন তিনি। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘জন্মদিনটা আমি নিজের মতো করে কাটাই। পরিবারের সবার সঙ্গে বাড়িতেই উদযাপন করি। বরাবরই এমনটা করি। এবারও সে রকমই করেছি।’ বুবলী আরও বলেন, ‘জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অনেক ভালবাসা পাই। সবাই শুভেচ্ছা দেবেন যেন আরও ভাল সিনেমা উপহার দিতে পারি। সবার ভালবাসা আর দোয়ায় সামনের দিকে এগিয়ে যেতে চাই।’


এ সময়ের নায়িকাদের মধ্যে নিজের দর্শকদল  তৈরি করতে পেরেছেন বুবলী। সিনেমায় আসার পর থেকে দেশ ও দেশের বাইরের হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। জীবনে এটাকে বড় প্রাপ্তি হিসাবেই দেখেন এ অভিনেত্রী। জন্মদিন এলেই ভক্ত-দর্শকের শুভেচ্ছায় সিক্ত হন। দিনটিতে ভক্ত-দর্শক ও মানুষের এসব ভালোবাসাকেই এ দিনের বিশেষ উপহার হিসাবেও দেখেন এ নায়িকা।


সর্বশেষ বুবলীকে দেখা গিয়েছিল ‘জংলি’ নামে একটি সিনেমায়। এতে তাঁর বিপরীতে  নায়ক ছিলেন সিয়াম আহমেদ। এই ছবিও বেশ আলোচনায় ছিল। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত একাধিক সিনেমা। এগুলো হল-রাখাল সবুজ পরিচালিত ‘সর্দার বাড়ির খেলা’, জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’, রাশেদা আক্তার লাজুকের ‘শাপলা শালুক’।