শুধু ওপার বাংলাতেই নয়, এপার বাংলাতেও দারুণ জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তাঁর অভিনয় বরাবরই প্রশংসিত হয়েছে অনুরাগী থেকে সমালোচক মহলে। কিছুদিন ধরে নাটকের কাজ কমিয়ে দিয়ে ওয়েব সিরিজ ও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন ছোটপর্দার শীর্ষ চাহিদাসম্পন্ন মডেল-অভিনেতা আফরান নিশো। ২০২২ সালে ‘সুড়ঙ্গ’ এবং চলতি বছর ‘দাগি’ ছবির মুক্তির পর নতুন কোন৬ সিনেমায় অভিনয় করেননি এই তারকা। যদিও কিছুদিন আগেই শাকিব খানের ‘তান্ডব’-এও ক্যামিও চরিত্রে দেখা গেছে তাকে। তবে ‘সুড়ঙ্গ’র সিক্যুয়েল ‘সুড়ঙ্গ-২’ ছবিতে অভিনয় করার কথা রয়েছে তাঁর।
কিন্তু এর মধ্যেই খারাপ খবর দিলেন নিশো। হাঁটুর সমস্যায় ভুগছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। করাতে হবে অস্ত্রোপচার। শনিবার বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন অভিনেতা নিজেই।

২০২২-এ নিশোর প্রথম বাংলা ছবি ‘সুড়ঙ্গ’ সারা বিশ্বে মুক্তি পেয়েছিল। বাংলাদেশে ছবিটি যথেষ্ট সফল। জনপ্রিয়তা পেয়েছিল এ পার বাংলাতেও। বরাবর অন্য ধারার ছবিতে অভিনয় করে আসা নিশো এখানেও ভিন্ন ভাবে উপস্থাপিত হয়েছেন। স্ত্রীর অর্থলোভ এক সাধারণ মানুষকে কী ভাবে অপরাধী বানিয়ে দেয়, সেই গল্প ‘সুড়ঙ্গ’-য় দেখানো হয়েছিল। তাই এর সিক্যুয়েল আসার অপেক্ষায় রয়েছেন দর্শক। ওই অনুষ্ঠানে 'সুড়ঙ্গ-২' কবে আসবে জানতে চাইলে তিনি বলেন, ‘‘সুড়ঙ্গ-২ কবে আসবে সেটা নির্মাতা রাফি জানে। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করতে হলে আমাকে হাঁটুতে অস্ত্রোপ্রচারও করাতে হবে।’’
এরপর মজা করে নিশো বলেন, "এটা এর আগে কখনও বলা হয়নি। এই প্রথমবার এখানে এই বিষয়টা নিয়ে কথা বললাম। এটা জানলে অনেকেই আমাকে কাজে নেবে না। বলবে, তোমার তো পা ভাঙা।"
কিন্তু হাঁটুর সমস্যার কারণে স্বাভাবিক চলাচল করলেও অ্যাকশন ঘরানার এই সিনেমায় শুটিং করতে পারছেন না তিনি। নিশো জানান, দীর্ঘ শুটিংয়ের জন্য শারীরিকভাবে তাঁকে শতভাগ ফিট থাকা দরকার। ফলে ‘সুড়ঙ্গ-২’র শুটিংয়ের আগে তাকে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।এই ফাঁকে প্রায় ৩ বছর পর ‘আঁকা’ নামের একটি সিরিজ দিয়ে আবারও ওয়েব দুনিয়ায় ফিরছেন আফরান নিশো। ভিকি জাহেদের পরিচালনার এই সিরিজে নিশোর সঙ্গী হয়েছেন মাসুমা রহমান নাবিলা।
অনুষ্ঠানে নিজের অভিনয়জীবনের শুরুর দিকের কথাও জানান আফরান নিশো। বলেন, "আমি কখনওই ভাবিনি অভিনেতা হব। কিন্তু যখন অভিনয়ের বিষয়টা আমার মধ্যে আসে, তখন থেকে খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি। আমি কোনো থিয়েটার থেকে আসিনি। আমার ব্যাকগ্রাউন্ড মঞ্চনাটক না। টিভি নাটক থেকেই শেখার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়, টিভি নাটক, মঞ্চনাটক এগুলো আলাদা সেক্টর। ভিজ্যুয়াল কাজের ক্ষেত্রে লেন্সের ব্যবহার হয়। দূর থেকে সংলাপ বললেও সেটা দর্শক পর্যন্ত পৌঁছায়। কারণ সেটা ডাবিং করা হয়। এছাড়া ক্যামেরা অ্যাঙ্গেল, লাইটের ব্যবহারসহ জানার অনেক বিষয় থাকে। মঞ্চনাটকের ক্ষেত্রে বিভিন্ন প্রজেকশন নিয়ে কাজ করতে হয়। সেখানেও শেখার অনেক কিছু আছে।"
এই অনুষ্ঠানের নানা ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সেখান থেকেই আফরান নিশোর শারীরিক অবস্থার কথা জানতে পেরে চিন্তার ভাঁজ পড়েছে তাঁর অনুরাগীদের কপালে।
