সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান সম্প্রতি এক আবেগঘন ভিডিওতে বলিউড ইন্ডাস্ট্রির রূঢ় বাস্তবতা তুলে ধরেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওটিতে কান্নায় ভেঙে পড়া বাবিল-কে দেখা গেছে, যিনি স্পষ্টভাবে বলছেন, “বলিউড একেবারে নষ্ট হয়ে গেছে। বলিউড এতটাই রূঢ়, এতটাই ভণ্ড!”

 

ভিডিওটিতে দেখা যাচ্ছে বাবিল বলছেন— “আমি শুধু চাই তোমরা জানো যে শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর...বলিউডের বাইরে থেকে আসা তারকাদের মধ্যে লোকের মধ্যে সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়াল, আদর্শ গৌরব—এমনকি অরিজিৎ সিংয়ের মতো নাম আছে… বলিউড একেবারে নষ্ট হয়ে গিয়েছে! বলিউড এতটা রূঢ়।”

 

ইরফান-পুত্র আরও বলেন, “বলিউড হল সবচেয়ে ভণ্ড ইন্ডাস্ট্রি, যার আমি অংশ। তবে কিছু মানুষ এখনও আছেন, যাঁরা বলিউডকে বদলাতে চান। আমার অনেক কিছু দেওয়ার আছে, অনেক কিছু দেখানোর আছে তোমাদের। আমি থেমে নেই।”

 

 

 

His PR is gonna have a hard time tomorrow
byu/Anxious_Scratch2449 inBollyBlindsNGossip

 

ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করা হলেও পরে তা মুছে দেওয়া হয়। নেটিজেনদের বড় অংশের দাবি, ভিডিওটি বাবিল নিজেই সরিয়ে দিয়েছেন বা হয়তো অসাবধানতাবশত স্টোরিতে ছিল। তবে কি ইরফান-পুত্র মানসিকভাবে বিপর্যস্ত? নেটিজেনদের উদ্বেগ  বাক্সেই স্পষ্ট। ভিডিওটি দেখার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই বাবিলের মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “এটা সত্যিই দুঃখের। ছেলেটা যে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা চোখে পড়ে।”

 

অন্য একজন মন্তব্য করেন, “বাবিল এখনও অনেক ছোট। প্রতিযোগিতামূলক বলিউডে বাবাকে ছাড়া একটা ছেলেকে একা লড়তে হচ্ছে। কেউ ওর পাশে থাকুক, কেউ যেন ওকে ভরসা দেয়। আশা করি এই আবেগ একটা মুহূর্তের জন্য মাত্র, এবং ও শক্ত হয়ে ফিরে আসবে।” বাবার মৃত্যুবার্ষিকীতেও বাবিল ছিলেন আবেগতাড়িত। মাত্র কয়েকদিন আগেই, ২৯ এপ্রিল, ছিল ইরফান খানের পঞ্চম মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে বাবিল ইনস্টাগ্রামে বাবার স্মৃতিচারণ করে একটি আবেগঘন পোস্ট করেছিলেন।

 


উল্লেখ্য, ২০১৮ সালে ইরফান প্রকাশ্যে এনেছিলেন যে তিনি নিউরোএন্ডোক্রাইন ক্যান্সারে আক্রান্ত। প্রায় এক বছর ধরে তিনি লন্ডনে চিকিৎসা করান। ২০১৯ সালে ভারতে ফিরে আসেন, কিন্তু ২০২০ সালের এপ্রিল মাসে ৫৩ বছর বয়সে প্রয়াত হন।

বলিউডে ধীরে ধীরে নিজের জায়গা গড়ছেন বাবিল। ইরফানের মৃত্যুর পর বাবিল ধীরে ধীরে অভিনয়ের জগতে পা রাখেন এবং তাঁর প্রথম ছবিতেই বেশ প্রশংসা কুড়োন। তবে বাবার মতো ‘ভিন্নধারা’, ‘অন্যরকম’ ছাপ ফেলতে গিয়ে হয়তো জায়গা করে নিতে পারছেন না মূলধারার গ্ল্যামার দুনিয়ায়—এমনটাই ধারণা অনেকের।