‘লহ গৌরঙ্গের নাম রে’ ছবির ষষ্ঠ গান ‘ক্ষণে গোরাচাঁদ, ক্ষণে কালা’ প্রকাশ্যে এসেছে। এই গানে ফুটে উঠেছে শ্রীচৈতন্যদেবের জীবনের এক অত্যন্ত কোমল অধ্যায়, তাঁর তরুণ বয়স আর লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে তাঁর গভীর সম্পর্ক। গানটি যেন নিঃশব্দে বেড়ে ওঠা এক ভালবাসার কাহিনি, যেখানে আবেগ ধরা পড়ে দৃষ্টিতে, ইঙ্গিতে আর নীরবতায়। পর্দায় তরুণ চৈতন্যের চরিত্রে দিব্যজ্যোতি দত্ত এবং লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে আরাত্রিকা মাইতি এই সম্পর্ককে তুলে ধরেছেন গভীর মায়া আর যত্নের আবহে।
এই মুহূর্তটিকে আরও গভীর ও আবেগময় করে তুলেছে আরিজিত সিংয়ের কণ্ঠ। তাঁর গলা শুধু এই গানকে সঙ্গ দেয় না, বরং সেটিকে প্রাণ দেয়। তাঁর গানে একধারে আছে কোমল ব্যথা, উষ্ণতা আর অন্যদিকে রয়েছে এক ধরনের শান্ত আবেগ, যা গানের দৃশ্যের সঙ্গে মিশে থেকে দীর্ঘক্ষণ মনে থেকে যায়। বলা যায়, গানটির হৃদস্পন্দন হয়ে উঠেছে অরিজিতের কণ্ঠস্বর। ইন্দ্রদীপ দাশগুপ্তর সুর আর ঋতম সেনের লেখা কথা, দুটোই আরিজিতের গানে নতুন মাত্রা পেয়েছে। সুর ও আবেগ, দু'দিক থেকেই গানকে করেছে আরও শক্তিশালী।
সৃজিত মুখার্জি পরিচালিত এবং এসভিএফ এন্টারটেইনমেন্ট ও ডিসিএম প্রযোজিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর। ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি, ঈশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, জিৎশু সেনগুপ্ত, সুস্মিতা চ্যাটার্জি, ব্রাত্য বসু, পার্থ ভৌমিক এবং অলকানন্দা গুহ-সহ আরও অনেকে।
‘ক্ষণে গোরাচাঁদ, ক্ষণে কালা’ প্রমাণ করে দেয়, এই ছবিতে সংগীত শুধু গান নয়, এ যেন আবেগেরই বিস্তার। অরিজিৎ সিংয়ের কণ্ঠ সেই ভালবাসার মুহূর্তকে এমনভাবে রূপ দেয়, যা দর্শকের মনে নীরবে, গভীরভাবে থেকে যায়।
সম্প্রতি, মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলারও। ছবির ট্রেলার যত এগোয় তত স্পষ্ট হয়ে ফুটে ওঠে, এই ছবি জুড়ে সন্ধান চলেছে সেই অমোঘ সত্যের - কোথায় গেল শ্রী চৈতন্যের নশ্বর দেহের? কী হয়েছিল শেষপর্যন্ত তাঁর? একাধিক জনপ্রিয় লোককথা অনুযায়ী চৈতন্য অন্তর্ধানের অন্যতম কারণ হিসেবে যা বলা যায়, মহাপ্রভু নাকি সমুদ্রে বিলীন হয়ে গিয়েছিলেন - সেটাকেই কি মান্যতা দেবে এই ছবি না কি থাকছে অন্য কোনও চমকও? এই প্রশ্নের জবাব খুঁজবে এই ছবি। তবে ৫০০ বছরের এই সময়কাল জুড়ে ‘মহাপ্রভু’কে নিয়ে যে যে তথ্য পাওয়া যায়, আর তাঁকে ঘিরে যে যে রহস্য সমাধান হয়নি তা-ও যে খানিক খুঁড়ে দেখা হয়েছে এই ছবিতে, পাওয়া গেল সেই ইঙ্গিতও। সব মিলিয়ে ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ ট্রেলার যে দারুণ চমক আর কঠিন সব বিতর্কিত প্রশ্নে ঠাসা তা স্পষ্ট। আগামী ২৫ ডিসেম্বর বড়পর্দায় যে মিলতে পারে সব প্রশ্নের উত্তর, আপাতত সেই অপেক্ষা নিয়েই দিন গোনা শুরু হল দর্শকের।
