মাস কয়েক আগের কথা। ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন আরাত্রিকা মাইতি। আর তাতেই রাতারাতি শিরোনামে চলে আসেন ছোট পর্দার নায়িকা। কারণ? ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের সঙ্গে তাঁর মুখের অবিকল মিল। সেই ছবিগুলিতে আরাত্রিকার চোখ, তাঁর হাসি আচ্ছন্ন করেছিল অনুরাগীদের। মুগ্ধ হয়ে তাঁরা বলেছিলেন, ‘এ যেন হুবহু সুচিত্রা’!

শুধু সাধারণ মানুষই নয়, আরাত্রিকার সঙ্গে মহানায়িকার মিল খুঁজে পেলেন স্বয়ং রচনা বন্দ্যোপাধ্যায়। দিদি নম্বর ১-এর মঞ্চে খেলতে আসবেন অভিনেত্রী। আর তখনই রিয়্যালিটি শোয়ের পর্দায় আরাত্রিকার সেই সাদা-কালো ছবিগুলি ফুটে ওঠে। আর তা দেখেই আরও একবার মুগ্ধ রচনা। অভিভূত হয়ে আরাত্রিকার উদ্দেশ্যে তিনি বলে ওঠেন, ‘সত্যি! এটা কী ভাবে সম্ভব! একদম এক রকম দেখতে! অপূর্ব’। রচনার কথা শুনে হাসি ধরে রাখতে পারেননি ছোটপর্দার নায়িকা।

 ২০২১ সালে ‘অগ্নিশিখা’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান আরাত্রিকা। তারপর ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের হাত ধরে টেলিপাড়ায় নিজের জমি আরও শক্ত করেন নায়িকা। ‘মিঠিঝোড়া’-র সুবাদে ঘরে-ঘরে পৌঁছে গিয়েছেন তিনি।

আরও পড়ুন: জিতু-দিতিপ্রিয়ার বিতণ্ডা নিয়ে মুখ খুললেন নায়কের প্রাক্তন স্ত্রী! কার পক্ষে নবনীতা?

শুধু ধারাবাহিকই নয়, এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন আরাত্রিকা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাঁকে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্তের মতো তারকাদের সঙ্গে অভিনয় করবেন তিনি।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Aratrika (@thearatrikaofficial_)