সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


মুম্বই ছাড়লেন অপূর্বা! 

সময় রায়নার শো 'ইন্ডিয়াজ ডট ল্যাটেন্ট'-এ বিতর্কিত মন্তব্যে জরান অপূর্বা মুখিজা। নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়েন তিনি। লাগাতার ধর্ষণ ও খুনের হুমকিও পাচ্ছেন বলে অভিযোগ করেছিলেন অপূর্বা। এবার মুম্বইয়ের আস্তানা ছাড়ছেন তিনি। সম্প্রতি, বাড়ি ছাড়ার ঝলক নিজেই সমাজমাধ্যমে ভাগ করে অপূর্বা লেখেন, 'একটি যুগের সমাপ্তি'। কিন্তু মুম্বই ছেড়ে কোথায় পাড়ি দিচ্ছেন তিনি? তা যদিও এখনও খোলসা করেননি‌। 

 

অস্কার দৌড়ে বাবিল?


বাবা যদি সফল হন, তা হলে পুত্রের সঙ্গে তাঁর তুলনা টানা স্বাভাবিক। একই ঘটনা ঘটেছে ইরফান খানের পুত্র বাবিল খানের সঙ্গে। যদিও এক সাক্ষাৎকারে বাবিল জানিয়েছেন, সারাজীবন বাবার সঙ্গে তুলনা টেনে এগিয়ে গেলে তাঁর ভবিষ্যতে ক্ষতি হবে। তাই তিনি কোনও উপরি চাপ জীবনে আনতে নারাজ। তবে বাবিল জানান, সেরা ভারতীয় অভিনেতা হিসাবে অস্কার জিততে চান তিনি। তাই সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন। 


দীপিকার চোখে সেরা অভিনেতা কে?


রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনীত 'তামাশা' ছবির প্রচারের এক সাক্ষাৎকারে দীপিকাকে তাঁর প্রাক্তন-বর্তমানের মধ্যে তুলনা করতে বলা হয়। তাঁকে প্রশ্ন করা হয়, দুই রণবীরের মধ্যে তাঁর চোখে সেরা অভিনেতা কে? জবাবে দীপিকা বলেন, "দু'জন দু'জনের মতো। তাঁদের স্বভাব থেকে শুরু করে অভিনয়ের কায়দা সবটাই আলাদা। ওঁরা দু'জনেই নিজেদের মতো করে সেরা।"


জুটিতে অনুরাগ-কপিল


একটি নরম পানীয়র বিজ্ঞাপনে জুটি বেঁধেছেন অনুরাগ কাশ্যপ ও কপিল শর্মা। সম্প্রতি, নেটপাড়ায় ছড়িয়েছে এই বিজ্ঞাপনের শুটিংয়ের মজার মুহূর্ত। এই প্রথমবার একসঙ্গে কাজ করলেও একে অপরের সঙ্গে রসিকতায় মাতলেন অনুরাগ-কপিল। এই মজার ভিডিও ভাগ করে কপিল শর্মা সমাজমাধ্যমে লেখেন, 'এটাই অনুরাগ কাশ্যপের সঙ্গে আমার প্রথম এবং শেষ কাজ।'