সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


'স্ত্রী ৩'-এ আনিয়া?

বক্স অফিসে ঝড় তুলেছে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী ২'। ছবির সাফল্যের পর দর্শকের কাছে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতারাও। ছবিতে অল্প সময়ের জন্য হলেও 'চিট্টি'র চরিত্রে দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী আনিয়া সিং। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে 'স্ত্রী ৩'-এ তাঁকে দেখা যেতে পারে কিনা এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, তিনি আশাবাদী 'স্ত্রী ৩'-এ তাঁর চরিত্রটি বিশেষভাবে নজর কাড়বে দর্শকের। যদিও পুরো বিষয়টা নির্মাতাদের উপরেই নির্ভরশীল বলে জানিয়েছেন আনিয়া।


ফের একফ্রেমে শাহরুখ-সইফ

'কাল হো না হো'র পর আর একফ্রেমে দেখা যায়নি শাহরুখ খান ও সইফ আলি খানকে। বলিউডের অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে, এবার নাকি জুটি বাঁধতে চলেছেন শাহরুখ-সইফ। সম্প্রতি, তাঁদের দু'জনকে 'পাঠান' পরিচালক সিদ্ধার্থ আনন্দের অফিসে আসতে দেখা গিয়েছে। সঙ্গে ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। তারপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে তাঁদের নতুন কাজের। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কিছুই জানা যায়নি।


জুটিতে রজনীকান্ত-আমির

৩০ বছর পর আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন রজনীকান্ত ও আমির খান। ১৯৯৫ সালে 'আতঙ্ক হ্যায় আতঙ্ক' ছবিতে শেষবার দেখা গিয়েছিল তাঁদের। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, লোকেশ কনগরাজের পরিচালনায় 'কুলি' ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে আমিরকে। প্রসঙ্গত, পরবর্তীতে আমিরের সঙ্গে আরও একটি ছবির জন্য হাত মিলিয়েছেন পরিচালক। ভরপুর অ্যাকশনে ঘেরা ওই ছবির চিত্রনাট্যের কাজ চলছে বলে জানা যাচ্ছে।