শাহরুখ খান যে কেবল ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা নন, বরং এক আন্তর্জাতিক সুপারস্টার, তার নজির পাওয়া গিয়েছে বারবার। ইউরোপ থেকে শুরু করে উত্তর আমেরিকা—ভাষা-সংস্কৃতির গণ্ডি পেরিয়ে তাঁর ভক্তকূলের বিস্তৃতি বিশ্বজুড়ে। আর এবার কিং -এর সেই বিশ্বজনপ্রিয়তার সাক্ষ্য দিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ জানান, বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে তিনি নিজের পরিচালকের কথায়, “আমি নিজের চোখে এ ঘটনা দেখেছি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানে লিওনার্দোও ছিল, শাহরুখও ছিল। কিন্তু সকাল থেকে মানুষের লাইন ছিল শুধুই শাহরুখের জন্য! ”

শাহরুখ খান ২০০৮, ২০১০ ও ২০১২—এই তিনবার বার্লিন ফেস্টিভ্যালে গিয়েছেন। ২০১২ সালে তিনি ‘ডন ২’-এর প্রিমিয়ারে অংশ নেন, আর সেদিনই সেখানে উপস্থিত ছিলেন লিওনার্দো। একই বছর অনুরাগ কাশ্যপের বহুল আলোচিত ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারও হয়েছিল বার্লিনে, যে ছবিকে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছিলেন দর্শক।

শুধু ২০১২ নয়, ২০১০ সালেও শাহরুখের উপস্থিতি নিয়ে জার্মানিতে উত্তেজনার পারদ চড়েছিল। ফ্রিডরিশস্টাড প্যালেসের বাইরে শত শত ভক্ত তাঁকে এক ঝলক দেখার আশায় রাতভর অপেক্ষা করেছিলেন। এক সাংবাদিক সম্মেলনে সেই সময় শাহরুখ রসিকতা করে বলেছিলেন, “আমি বার্লিনে থাকতে পেরে খুশি। আমাকে যদি এখনই পর্যটক বাসের উপরে উঠিয়ে নাচতে বলা হয়, আমি সেটাও করে ফেলব।”

 

মজার বিষয় হল, শাহরুখ খান আর লিওনার্দো ডিক্যাপ্রিওকে একসঙ্গে দেখা যেতে পারত পল শ্রেডার পরিচালিত ‘এক্সট্রিম সিটি’-তে। ছবিটি প্রযোজনার দায়িত্বে ছিলেন অস্কারজয়ী কিংবদন্তি পরিচালক মার্টিন স্করসেসি। কিন্তু বাজেট ও সময়সূচির জটিলতায় সেই প্রজেক্ট শুরুই হয়নি।

 

 

এইমুহূর্তে শাহরুখ ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর শুটিংয়ে, যেখানে প্রথমবার তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাঁর মেয়ে সুহানা খান। অন্যদিকে, লিওনার্দো কাজ করছেন পল থমাস অ্যান্ডারসন-এর থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এ। অনুরাগ কাশ্যপও ফিরেছেন নতুন ছবি ‘নিশানচি’ নিয়ে, আর মুক্তির অপেক্ষায় রয়েছে ববি দেওল অভিনীত ‘বান্দর’।

 

শাহরুখ খানকে নিয়ে অনুরাগের এই অভিজ্ঞতা আবারও প্রমাণ করল—ভাষা, দেশ, সীমানার গণ্ডি টপকে তিনি আজও আন্তর্জাতিক তারকা  ‘কিং খান’, যার এক ঝলক পেতে ইউরোপের রাস্তাতেও তৈরি হয় ভোর থেকে ভক্তের মিছিল।

 

অন্যদিকে, শাহরুখের স্নেহ, বাৎসল্য নিয়েও মুখ খুলেছেন অনুরাগ। অন্য এক সাক্ষাৎকারে অনুরাগ জানিয়েছিলেন, শাহরুখ খান নাকি বরাবরই তাঁর কাজকে কদর করেছেন। মাঝে মাঝেই নিজে ফোন করে তাঁর কাজের তারিফ করেন 'কিং খান'। অনুরাগের কথায়, “ আমার কোনও কাজ যখন শাহরুখের পছন্দ হয়, আমি ফোন পাই। ‘স্যাক্রেড গেমস’ আর ‘একে বনাম একে’-র পর আমাকে ফোন করেছিলেন উনি।”