ভারতের অন্যতম সাহসী ও জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ আবার ফিরছেন তাঁর প্রথাভাঙা ছবির ঘরানার ধাক্কাধাক্কির ভাষা ও চাঁছাছোলা গল্প নিয়ে। তাঁর আগামী ছবি ‘বাঁদর (Monkey in a Cage)’।টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর থেকেই অনুরাগ কাশ্যপের নতুন ছবি ‘বান্দর’ ঘিরে শুরু হয়েছে  যেমন আলোচনা তেমনই তুমুল বিতর্ক। কেউ বলছেন ‘উস্কানিমূলক’, কেউ আবার বলছেন ‘অ্যান্টি-মি টু’। আর সেই অভিযোগের মাঝেই মুখ খুললেন খোদ অনুরাগ কাশ্যপ। স্পষ্ট জানালেন — “এই ছবির সঙ্গে মি টু আন্দোলনের কোনও সম্পর্কই নেই।”


ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ববি দেওল এবং সানিয়া মালহোত্রা। সঙ্গে রয়েছেন সাবা আজাদ ও সাপনা পাব্বি। এই প্রজেক্টের প্রযোজক নিখিল দ্বিবেদী, যিনি এর আগে ‘বীরে দি ওয়েডিং’ এবং ‘সিটিআরএল’-এর মতো ছবি প্রযোজনা করেছেন। ‘বান্দর’-এর বিতর্ক ঘিরে কী বললেন অনুরাগ? সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, “ছবিটা কোনওভাবেই  'মি টু' বিষয়টি নিয়ে নয়। এটা এক মিথ্যা ধর্ষণ মামলার গল্প — তাই অনেকে সেই দিক থেকে ভাবছেন। কিন্তু মি টু মানে হচ্ছে ক্ষমতার অপব্যবহার, যেখানে কেউ নিজের প্রভাব খাটিয়ে কিছু করে। এই ছবিতে সেই ধরনের কোনও ‘পাওয়ারপ্লে’ বা যৌন-দিক নেই।”

ছবির পোস্টার শেয়ার করে ববি অবশ্য লিখেছিলেন—“যে গল্পটা বলা উচিত ছিল না…তবু সেটাই এখন বলছি। কারণ আমাদের ছবি, যা বাস্তব ঘটনায় অনুপ্রাণিত...।”

এই ছবিতে প্রথমবার অনুরাগের সঙ্গে জুটি বেঁধেছেন ববি দেওল। টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁদের  উপস্থিতিতেই প্রিমিয়ার ঘিরে আলোচনা ছড়িয়েছে। কেউ বলছেন, অনুরাগের সবচেয়ে সাহসী নির্মাণ, কেউ আবার তাঁর গল্প বলার ধরন নিয়েই প্রশ্ন তুলছেন। অনুরাগ আরও জানিয়েছেন, ছবিটা ছিল মানসিকভাবে কঠিন আর জটিল। তাই তিনি নিজে লেখেননি। “আমার সময় ছিল না। আর এটা এমন একটা বিষয়, যেটা আমি কেবল তখনই বানাতাম যদি সুধীপ শর্মা লিখতে রাজি হন। উনি রাজি হন, আর তাই সেখান থেকেই এই ছবির জন্ম।” উল্লেখ্য, সুধীপ শর্মা ‘উড়তা পাঞ্জাব’, ‘পাতাল লোক’, ‘কোহরা’-র মতো কাজের জন্য পরিচিত। তাঁর তীক্ষ্ণ লেখনীর ছাপই নাকি ‘বান্দর’-এর গল্প বলার ধরনকে আজ এত আলোচনাযোগ্য করেছে।


যদিও ভারতে ‘বান্দর’-এর মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি, তবু অনুরাগ এখন ব্যস্ত ‘নিশানচি পার্ট ২’-এর প্রস্তুতিতে। তাঁর বর্তমান ছবির সিক্যুয়েলটিতে অভিনয় করছেন ঐশ্বর্য ঠাকরে, বেদিকা পিন্টো, মনিকা পনওয়ার, কুমুদ মিশ্র ও মহম্মদ জিশান আইয়ুব।