‘স্বদেশ’ থেকে ‘জওয়ান’—শাহরুখের অভিনয়কে জাতীয় স্বীকৃতি দিতে দেরি হলেও তার উদযাপনে এতটুকু খামতি নেই অনুরাগীদের মধ্যে। শাহরুখের দীর্ঘ বছরের সহকর্মী তথা বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের চোখে এই বিষয়টি এক দীর্ঘ প্রতীক্ষার পর স্বীকৃতির মুহূর্ত।
বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের সম্প্রতি জানিয়েছিলেন, তিনি খুবই খুশি যে শাহরুখ খান অবশেষে তাঁর প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেন। এই স্বীকৃতি তিনি পেলেন ২০২৩ সালের ‘জওয়ান’–এর জন্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম খের বলেছেন, “শাহরুখ অনেক ছবিতে অসাধারণ অভিনয় করেছেন, কিন্তু অনেক সময় তা স্বীকৃতি পায়নি। যেমন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে বা স্বদেশ। ‘স্বদেশ’-এর জন্য তিনি অবশ্যই জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন। তাই প্রায় ৪০ বছরের অপেক্ষার পর এই পুরস্কার পাওয়া সত্যিই আনন্দের।‘স্বদেশ’-এর জন্য তিনি অবশ্যই ১০০% এই পুরস্কারের যোগ্য ছিলেন। আবার বলছি, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’–এর মতো অনেক অসাধারণ অভিনয়ও স্বীকৃতি পায়নি। প্রতিবার নিশ্চয়ই তিনি হতাশ বোধ করেছেন। তাই আমি সত্যিই খুশি যে অবশেষে তাকে পুরস্কার দেওয়া হল।”
তিনি আরও বলেন, “শাহরুখের এই জয় শুধু তাঁর জন্য নয়, মূলধারার সিনেমার জন্যও জাতীয় পুরস্কারে স্বীকৃতি। এটি গুরুত্বপূর্ণ, কারণ এখন আর বিশেষ ধরনের সিনেমা করার ওপর নির্ভর করতে হবে না জাতীয় পুরস্কার পাওয়ার জন্য। আমি খুব খুশি দেখেছি করণ জোহর, রানি মুখার্জি ও শাহরুখ খান একসঙ্গে জাতীয় পুরস্কারের আসনে–এ বসেছেন। এ বছর সত্যিই ছিল একটি তারকাখচিত জাতীয় পুরস্কার অনুষ্ঠান।”তিনি আরও যোগ করেছেন,“ এবার তিনি শেষমেশ সেই স্বীকৃতি পেলেন, এবং আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। এটি শুধু শাহরুখের জন্য নয়, মূলধারার সিনেমার জন্যও বড় একটি সাফল্য।”
অনুপম খেরের সঙ্গে শাহরুখ কাজ করেছেন বহু ছবিতে—‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মহব্বতে’, ‘বীর-জারা’, ‘পহেলি’—এর মতো সব জনপ্রিয় ছবিতে।
‘স্বদেশ’ (২০০৪) ছবিতে শাহরুখের অভিনয় আজও তাঁর কেরিয়ারে শ্রেষ্ঠ পারফরম্যান্স হিসেবে বিবেচিত। ছবিটি সমালোচকদের প্রশংসা পেয়েছিল, তবে বক্স অফিসে ব্যবসায়িকভাবে সফল হয়নি। সে বছর ওই ছবির জন্য বহু নামীদামি ফিল্মি পুরস্কার জিতলেও কিন্তু জাতীয় পুরস্কার পাননি 'বাদশা'। সেই বছর সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সইফ আলি খান 'হাম তুম' ছবির জন্য।এবার ‘জওয়ান’–এর জন্য জাতীয় পুরস্কার পেয়ে শেষমেশ শাহরুখের দীর্ঘ প্রতীক্ষা পূর্ণ হল শাহরুখের।
দর্শকরা এবার শাহরুখকে দেখবেন সিদ্ধার্থ আনন্দের 'কিং' ছবিতে। এতে থাকছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত ও অভয় বর্মার মতো তারকারা।
৪০ বছরের অপেক্ষা শেষে শাহরুখের স্বীকৃতি, অনুপম খেরের চোখে আনন্দ—এ যেন বলিউডের ইতিহাসে এক অনবদ্য মুহূর্ত। স্বদেশ থেকে জাওয়ান, শাহরুখের অভিনয় অবশেষে পেল যথাযথ সম্মান।
