নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই 'রঘু ডাকাত'-এ কাজ সেরেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তবে বেশ কয়েকদিন কোনও কাজের প্রস্তাব নেই অভিনেতার কাছে। সম্প্রতি 'হুলিগ্যানিজম' গানের দ্বিতীয় ভাগের শুটিং করতে পারলেন না অভিনেতা, পাশাপাশি এও জানালেন হাতে আর এখন তেমন কোনও অভিনয়ের প্রস্তাব আসেনি তাঁর কাছে।
একসময় পরিচালনা থেকে অভিনয় একের পর এক কাজ করে গিয়েছেন অনির্বাণ। তবে এখন আর হাতে নেই কাজ - অকপটে এ কথা জানালেন অভিনেতা নিজেই। এখন আর কাজের প্রস্তাব আসে না তাঁর কাছে, আগামীতেও আসবে কিনা তা নিয়ে সন্দিহান অভিনেতা। অনির্বাণের কথায়, "রঘু ডাকাতের শুটিং সেরেছি তবে বেশ কয়েকদিন আর কোন কাজের প্রস্তাব আসেনি। পরবর্তী তিন থেকে ছ'মাস যদি এমনভাবেই চলে তাহলে আমায় বুঝতে হবে আমার ঘটি-বাটি-চটি সব হারিয়ে অভিনয়টাও বন্ধ হল।"
যদিও নিজের অভিনয় কখনওই বন্ধ করবেন না বলে জানিয়েছেন অনির্বাণ। তার কথায়, "আমার কাছে মঞ্চ আছে। খোলা রাস্তা আছে আমি সেখানেই অভিনয় করতে পারি, অভিনয় বন্ধ করব না।"তবে ক্যামেরার সামনে কী আর সেই ভাবে দেখা যাবে না অনির্বাণ ভট্টাচার্যকে? সেই উত্তর দিতে পারলেন না অভিনেতা। অনির্বাণ এর কথায়, "আমার পাশেও কাউকে দাঁড়াতে বলিন, নিজেই লড়াই চালিয়ে যাব।"
