ছোটপর্দা, বড়পর্দা, ওটিটির দুনিয়ায় নজর কেড়েছেন অভিনেত্রী অঙ্গনা রায়। তবে এতদিন বিনোদন জগতে কাজ করলেও ছোট ছবিতে এখনও পর্যন্ত দেখা যায়নি অভিনেত্রীকে। এই প্রথমবার স্বল্পদৈর্ঘ্যের ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। নাম, 'হোমকামিং'। ইতিমধ্যেই বিভিন্ন ফেস্টিভ্যাল ঘুরেছে এই ছবি। পরিচালনায় নীলারুণ বসু। 

 

নীলারুণ বসু পরিচালকের পাশাপাশি একজন প্রযোজক, লেখক এবং চিত্রগ্রাহক। তাঁর প্রথম প্রযোজনা 'ধ্রুবর আশ্চর্য জীবন' বিশ্বব্যাপী সম্মানিত চলচ্চিত্র উৎসবে বহু পুরস্কার জিতেছে। যার মধ্যে ছিল এনএবিসি চলচ্চিত্র উৎসব ২০২৪-এ সেরা চলচ্চিত্র, সেরা সম্পাদনা এবং সেরা অভিনেতা। আটলান্টা ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক ও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার (বাংলা প্যানোরামা) জিতেছে। 'হোমকামিং' তাঁর প্রথম পরিচালনার প্রচেষ্টা। 

 

 

প্রথম পরিচালনা নিয়ে আজকাল ডট ইন-কে নীলারুণ বলেন, "এই ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছি কীভাবে আমাদের অতীতকে আঁকড়ে ধরি বা তা থেকে পালানোর চেষ্টা করি। এই গল্পটি আমাদের শিকড়ের সঙ্গে আমাদের সম্পর্কের কথা বলে।"

 

ছবিতে অঙ্গনার চরিত্রের নাম 'শিঞ্জিনী'। গল্পে সে প্রায় কুড়ি বছর পর ফিরে এসেছে তার ছোটবেলার বাড়িতে। পুরনো, ফেলে দেওয়া জিনিসপত্রের ভিড়ে সে খুঁজে পায় একটা লাল কাপড়ে মোড়া পোঁটলা। সেখানে রয়েছে আয়না, পুরনো ক্যাসেট, ছেঁড়া কমিকের বই, পুরনো পুতুল এবং তার মায়ের ডায়রি। শিঞ্জিনী তার মাকে খুব কমই মনে করতে পারে, কারণ ছোটবেলায় মাকে হারিয়েছে সে। 

 

শহরের বুকে ঘুরতে ঘুরতে সে চায় মায়ের স্মৃতির সঙ্গে আবার সংযোগ স্থাপন করতে। নিজের সঙ্গে একটা যোগসূত্র খুঁজে পেতেও চায় শিঞ্জিনী। গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পারমিতা মুখোপাধ্যায়। ১৫ মিনিটের এই স্বল্প দৈর্ঘ্যর ছবিটির প্রযোজনায় রয়েছে ফোর্থ ফ্লোর এন্টারটেনমেন্ট। 

 


এই ছোট ছবি নিয়ে অঙ্গনা বলেন, "অনেকদিন ধরে আমি শর্ট ফিল্ম করতে চাইনি। কারণ, যেসব গল্প আমার কাছে এসেছে সেগুলো আমার মনে ধরেনি। আমি ওয়েব সিরিজ, ছবি ও ছোটপর্দাতেই বেশি কাজ করেছি। কিন্তু এই ছোট ছবির গল্প আমার মন ছুঁয়েছে। বাড়ি ফেরার আসল অনুভূতি, আমাকে কোথাও যেন আসানসোলের শিকড়ে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। এই ছবি আমার অতীতের সঙ্গে যোগসূত্রের নতুন প্রয়াস।"