সংবাদসংস্থা মুম্বই: আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ হয়েছে বেশ অনেক দিন। অভিনেত্রী অনন্যা পাণ্ডে এখন নতুন প্রেমে মজেছেন! 

 

 

অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন প্রেমিক খুঁজে পেয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সূত্র বলছে, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও তাঁর নতুন প্রেমিক নাকি হোটেলের এদিক ওদিক অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে। শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে এতটাই পছন্দ হয়েছে যে, তাঁর নামে লকেটও বানিয়ে ফেলেছেন তিনি। অভিনেত্রীর সেই চর্চিত প্রেমিক হলেন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কো। 

 

 

 

পেশায় মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর অন্য আরেকটি পরিচয়ও রয়েছে। তিনি রিলায়েন্সের একটি ফ্যাশন কোম্পানির প্রচারের কাজ সামলান। অনন্যার সঙ্গে তাঁর প্রথম আলাপ একটি বিজ্ঞাপনের শুটে গিয়েই। এখন অনন্যা আয ওয়াকার দু’জনের ইনস্টাগ্রাম জুড়ে শুধুই একে অপরের ভালবাসার চিহ্ন। কিছুদিন আগে অনন্যার গলায় ওয়াকারের নামে লকেট ঝুলতেও দেখা গিয়েছে। তবে এই প্রেমের ব্যাপারে এখনও মুখে কুলুপ এঁটেছেন দু'জন।

 

 

 

কিন্তু বেশিদিন আর লুকিয়ে রাখতে পারলেন না। অভিনেত্রীর জন্মদিনেই সামনে এল অনন্যার প্রতি ওয়াকারের ভালবাসা। সোশ্যাল মিডিয়ায় বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ওয়াকার করলেন একটি মিষ্টি পোস্ট। ওই পোস্টে অনন্যার একটি অদেখা ছবির সঙ্গে তিনি লিখলেন, "শুভ জন্মদিন সুন্দরী। তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তোমায় ভালবাসি অ্যানি।" অর্থাৎ অনন্যাকে ভালবেসে 'অ্যানি' বলে ডাকেন‌ ওয়াকার তা স্পষ্ট। এই পোস্ট ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে জল্পনা।