সংবাদসংস্থা মুম্বই: বলি অভিনেত্রী অনন্যা পাণ্ডের তুতোবোন আলানা পাণ্ডে সমাজমাধ্যমে দারুণ পরিচিত। ভাই অহনকে নিয়ে এবার এক বিস্ময়কর তথ্য প্রকাশ্যে আনলেন আলানা। তাঁর ইউটিউব ভ্লগে একটি ভিডিও ভাগ করেছেন তিনি। সেখানে অহনের জন্মের পর কঠিন সময়ের কথা উল্লেখ করেছেন আলানা‌। 

 


তিনি জানান, অহন তাঁর জন্মের নির্ধারিত সময়ের ৪২ দিন আগেই জন্মগ্রহণ করেন। 'প্রি-ম্যাচিওর' শিশু হওয়ার কারণে নাকি থার্মোকলের বাক্সে করে বাড়িতে নিয়ে আসা হয় অহনকে। কারণ, সেই সময় তাঁর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন ছিল। 

 

 

আলানা আরও জানান, অহনের জন্মের সময় তিনি যথেষ্ট ছোট ছিলেন। তবুও ভাইকে নিয়ে পরিবারের দুশ্চিন্তা দেখে তিনিও ভয় পেয়েছিলেন। আলানার কথায়, "অহন ইঁদুরছানার মতো ছোট্ট ছিল জন্মের সময়। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে। এখন পুরোপুরি সুস্থভাবেই জীবনযাপন করছে অহন।"

 


প্রসঙ্গত, বলিউডের কানাঘুষো করণের পরিচালনায় বড়পর্দায় ডেবিউ হতে চলেছে অহনের। তারকা সন্তানদের প্রাধান্য দেওয়া প্রসঙ্গে নানাভাবে কটাক্ষের তির ধেয়ে এসেছে করণের দিকে। কিন্তু নতুনদেরও সমানভাবেই নিজের ছবি কিংবা সিরিজে কাজের সুযোগ করে দিয়েছেন তিনি। এবার আরও নতুন চমক নিয়ে আসছেন করণ। বছরের শুরুতে সমাজমাধ্যমে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। অনেকের মতে অনন্যা পাণ্ডের ভাই অহন পাণ্ডে, সানায়া কাপুর ও ইব্রাহিম আলি খানকে নিয়ে এবার নতুন কাজ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন করণ।