সংবাদ সংস্থা মুম্বই: আম্বানি পরিবার মানেই চমক। আর সেই চমক যেন থামছেই না। গত বছর জুলাইয়ে রাজকীয় বিয়ের পর এখন ফের শিরোনামে অনন্ত আম্বানির স্ত্রী রাধিকা মার্চেন্ট। কারণ? সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে এক গুঞ্জন— রাধিকা নাকি গর্ভবতী! শুধু তাই নয়, ভবিষ্যতে যমজ সন্তানের জন্ম নাকি দিতে চলেছেন তিনি! 

 

 

হ্যাঁ, ঠিকই শুনেছেন। নেটদুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, রাধিকা মার্চেন্ট নাকি ৫ মাসের প্রেগন্যান্ট এবং জোড়া সন্তান আসতে চলেছে আম্বানি  পরিবারে। স্বাভাবিকভাবেই, এমন খবর ভাইরাল হতে সময় লাগেনি। ফ্যানেরা তো খুশির হাওয়া বইয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে আম্বানি  পরিবারের তরফে কোনও রকম আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বরং রাধিকা ও অনন্ত— দু’জনেই বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে একটা কথা তো বলতেই হয়— যেখানে আম্বানি, সেখানে গসিপে স্টাইল ও স্টারডমের অভাব নেই!

 

নেটিজেনরা বলছেন, “বিয়ের এক বছরের মধ্যেই যদি এই খবরে সত্যি মেলে, তাহলে তো ধামাকা একদম পাক্কা।” আবার অনেকে বলছেন, “হয়তো নতুন বছরের আগে অম্বানি বাড়ির নতুন অতিথিদের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”

 

খবরটা কি সত্যি, নাকি নিছকই গরম গুঞ্জন? একটা কথা নিশ্চিত, রাধিকা-অনন্ত জুটিকে নিয়ে এহেন জল্পনা কিন্তু একেবারে আলোচনার তালিকার শিখরে উঠে এসেছে!