সংবাদসংস্থা মুম্বই: সমাজমাধ্যমে বরাবরই সক্রিয় অমিতাভ বচ্চন। বর্ষীয়ান অভিনেতার বিভিন্ন পোস্ট সাড়া ফেলে দেয় নেটিজেনদের মাঝে। তবে গত ২২ এপ্রিলের পর থেকে এক্স হ্যান্ডেলে একটি শব্দও খরচ করেননি তিনি। বরং বিগত ১৭ দিন ধরে লাগাতার পোস্টের সংখ্যাক্রম লিখে গিয়েছেন।
অমিতাভের এক্স হ্যান্ডেলে দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে ২০টি ফাঁকা পোস্ট। ১৭ পার হলেও ভারত-পাক সংঘাত কিংবা পহেলগাঁও সন্ত্রাস নিয়ে একটি শব্দ খরচ করেননি বলিউডের 'শাহেনশাহ'। কিন্তু হঠাৎ কেন এই আচরণ অমিতাভের? তা নিয়ে উঠছে প্রশ্ন। এমনকী নেটিজেনদের একাংশ 'বিগ বি'-র এই ফাঁকা পোস্ট দেখে তাঁর অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন।
এদিকে, ভারত-পাক যুদ্ধের আবহে বিনোদনমূলক অনুষ্ঠান উপহার দিতে নারাজ তারকারা। কেউ কনসার্ট বাতিল করছেন তো কেউ বা আবার সিনেমার প্রচারের অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন। সেই তালিকায় কমল হাসান, অরিজিৎ সিং, উষা উত্থুপ, শ্রেয়া ঘোষাল সহ একাধিক তারকা রয়েছেন। অন্যদিকে, রাজকুমার রাও, ওয়ামিকা গাব্বির ছবি ‘ভুল চুক মাফ’ বড়পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। তাঁর মাঝে অমিতাভের মৌনতা ভাবাচ্ছে নেটিজেনদের।
