সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

অটুট প্রেমে অমিতাভ-জয়া


বৃহস্পতিবার রাতে হোলিকা দহনে পরিবারকে নিয়ে মাতলেন অমিতাভ বচ্চন। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন তাকিয়ে রয়েছেন জয়া বচ্চনের দিকে। জয়াও হাসিমুখে তাকিয়ে রয়েছেন স্বামীর দিকে। দূরে হোলিকা দহনের প্রস্তুতি চলছে জোর কদমে। তাঁদের এই মিষ্টি মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন নাতনি নব্যা নভেলি নন্দা।


কাজলের কীর্তি


মুম্বইয়ের এক রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজের পর প্রবীণ ভক্তের মুখোমুখি হন কাজল। প্রবীণ ব্যক্তি প্রথমে তাঁর ডায়রিতে কাজলের সাক্ষর চান। তারপর তাঁর সঙ্গে নিজস্বী তোলেন। ঠিক এই সময় ভুল বশত, অভিনেত্রীর পায়ের উপর পা দিয়ে দাঁড়িয়ে পড়েন। তাতে একটুও বিরক্ত না হয়ে খুব শান্তভাবে পরিস্থিতি সামাল দেন কাজল। এই মুহূর্তে ফ্রেমবন্দি হয় পাপারাজ্জিদের। তা নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই কাজলের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।


খলনায়িকা শ্রদ্ধা?


এক সাক্ষাৎকারে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে 'ম্যাডক ফিল্মস'-এর ভৌতিক কাহিনির মূল খল‌নায়িকা হিসাবে চিহ্নিত করা হয়। মজার ছলে এই কথায় সায় দিয়ে 'স্ত্রী ২' অভিনেত্রী বলেন, "এই রকম হলে তো খুব মজা হবে। আমি তো শক্তি কাপুরের মেয়ে, ভিলেন তো হওয়াই উচিত।"