নিজস্ব সংবাদদাতা: এক সময়ের ব্লকবাস্টার হিট ছবি মানেই নাম উঠে আসত আমির খানের। কিন্তু এখন ভাগ্য সহায় হচ্ছে না মিস্টার পারফেকশনিস্টের। বলিউডের অন্দরে খবর, এবার নাকি অবসর নিতে চলেছেন তিনি।

একের পর এক ফ্লপের ধাক্কাতেই কি এবার অবসর নিতে চাইছেন আমির খান। এই বিষয়ে খোলসা করলেন ছেলে জুনেইদ খান।‌ বাবার অবসর থেকে শুরু করে প্রযোজনা সংস্থার ভবিষ্যৎ নিয়েও বড় ইঙ্গিত দিলেন তিনি।

সম্প্রতি, মুম্বই সংবাদ মাধ্যমকে এক সক্ষাৎকারে জুনেইদ জানান, আমিরের মন এখন অবসরের দিকে। তিনি বলেন "প্রযোজনা নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। অনেক সিনেমার সেটে থেকেছি। ক্যামেরার পিছনেও কাজ করেছি। বহু বিজ্ঞাপনী ভিডিও শুট করেছি।"

জুনেইদ আরও বলেন, "লাপাতা লেডিসের শুটিংয়ের সময় বাবা আমাকে বারবার বলতেন তিনি অবসর নিতে চান, তাই এই প্রযোজনা সংস্থার দায়িত্বটা যেন আমি সামলাই‌। বাবার কথা রাখতে আমি প্রযোজনা সংস্থায় ঢুকলাম। প্রযোজনা নিয়ে আমার ভাবনা বা চিন্তাধারা একটু অন্যরকম। আমি মনে করি ছবি তৈরির অন্যতম কঠিন দায়িত্ব এটা।"

প্রসঙ্গত, দীর্ঘ আট বছর ধরে বক্স অফিসে সাফল্যের মুখ দেখেননি আমির খান। একের পর ফ্লপ ছবির ফলেই কি এবার ছেলের কাঁধে সব দায়িত্ব তুলে দিয়ে বলিউড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছেন অভিনেতা? এখন এই প্রশ্নই অনুরাগীদের মনে।