সংবাদসংস্থা মুম্বই: এক সময়ের ব্লকবাস্টার হিট ছবি মানেই নাম উঠে আসত আমির খানের। কিন্তু এখন ভাগ্য সহায় হচ্ছে না 'মিস্টার পারফেকশনিস্ট'-এর। বলিউডের অন্দরে খবর, এবার নাকি অবসর নিতে চলেছেন তিনি। একের পর এক ফ্লপের ধাক্কাতেই কি এবার অবসর নিতে চাইছেন আমির খান? সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে আমির নিজেই এই বিষয়ে খোলসা করেছেন। 

তাঁর কথায়, "তিন বছর আগে এই ইন্ডাস্ট্রি থেকে অবসর নিতে চেয়েছিলাম। কারণ আমার মনে হয়েছিল, কাজের বাইরে আমার পরিবারকে এবার সময় দেওয়া উচিৎ।" কিন্তু এইবার আমির প্রকাশ্যে আনলেন তাঁর এই সিদ্ধান্তে কেমন প্রতিক্রিয়া ছিল প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের। 

অভিনেতা বলেন, "এই সিদ্ধান্ত যখন নিই, প্রথম কিরণকে জানাই। ও শুনে খুব অবাক হয়ে যায় প্রথমে। তারপর বলে, আমি নাকি অভিনয়ের জন্য তৈরি হয়েছি। তাই অভিনয়কে ছেড়ে দেওয়া মানে এই জীবনকেই ছেড়ে যাওয়া।" আমির উল্লেখ করেছেন, এই কথাগুলো বলার সময় কিরণের চোখে জল লক্ষ্য করেছিলেন অভিনেতা।  

কিছুদিন আগে মুম্বই সংবাদমাধ্যমকে এক সক্ষাৎকারে আমির পুত্র জুনেইদ খান বলেন, "লাপাতা লেডিসের শুটিংয়ের সময় বাবা আমাকে বারবার বলতেন তিনি অবসর নিতে চান, তাই এই প্রযোজনা সংস্থার দায়িত্বটা যেন আমি সামলাই‌। বাবার কথা রাখতে আমি প্রযোজনা সংস্থায় ঢুকলাম। প্রযোজনা নিয়ে আমার ভাবনা বা চিন্তাধারা একটু অন্যরকম। আমি মনে করি ছবি তৈরির অন্যতম কঠিন দায়িত্ব এটা।"

যদিও চলচ্চিত্র জগতকে বিদায় জানানোর গুঞ্জনের মাঝেই আমির খান এই মুহূর্তে তাঁর আগামী ছবি 'সিতারে জমিন পর' ছবির শুটিংয়ে ব্যস্ত। এমনকী মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণী চলচ্চিত্র পরিচালক লোকেশ কনগরাজের পরবর্তী ছবিতে দেখা যেতে পারে আমিরকে। ছবিটি গোটা দেশজুড়ে মুক্তি পাবে। সবকিছু ঠিকঠাক থাকলে 'সিতারে জমিন পর'-এর শুটিং সেড়েই এই ছবি নিয়ে আলোচনা পর্ব সাড়বেন লোকেশ-আমির।