সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

আমির এবার দক্ষিণে

আমির খান এই মুহূর্তে তাঁর আগামী ছবি 'সিতারে জমিন পর' ছবির শুটিংয়ে ব্যস্ত। এর মাঝেই এল বড় খবর। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণী চলচ্চিত্র পরিচালক লোকেশ কনগরাজের পরবর্তী ছবিতে দেখা যেতে পারে আমিরকে। ছবিটি গোটা দেশজুড়ে মুক্তি পাবে। সবকিছু ঠিকঠাক থাকলে 'সিতারে জমিন পর'-এর শুটিং সেরেই এই ছবি নিয়ে আলোচনা পর্ব সাড়বেন লোকেশ-আমির। 

'রেস ৪'-এ কোন চরিত্রে সইফ?

'রেস' ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি অর্থাৎ 'রেস ৪'-এ দেখা যেতে পারে সইফ আলি খানকে। এমনটাই মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর। ছবির চিত্রনাট্য এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে এই ছবির নাম 'রেস রিবুট' ঠিক করা হয়েছে। জানা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে আগামী বছর, ২০২৫-এই শুটিং শুরু হবে এই ছবির।


পারিশ্রমিক নিয়ে সরব কৃতি

সম্প্রতি, মুম্বই সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী কৃতি শ্যানন বলিউডের নায়ক-নায়িকাদের পারিশ্রমিকের পার্থক্য নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, "১০ বছর ধরে একটাও হিট ছবি দেননি যে অভিনেতা, তাঁর পারিশ্রমিক যখন ১০ গুণ বেশি কথা তখন খারাপ লাগে। আসলে প্রযোজকরা এটাকে এখনও লিঙ্গ বৈষম্য হিসেবে দেখেন বলে আমার মনে হয়। আর অন্যদিকে কোনও নারী কেন্দ্রীক ছবি, পুরুষ কেন্দ্রীক ছবির থেকে কম জনপ্রিয়তা পায় আমার মতে।"