বক্স অফিস জুড়ে এখন কেবল একটাই ঝড়, ধুরন্ধর। আর এই ছবির সবথেকে প্রশংসিত চরিত্র রেহমান ডাকাত। অক্ষয় খান্নার অভিনয় থেকে নাচ সবই এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। দেখতে দেখতে এ হেন তারকা তাঁর কেরিয়ারের ৩০ বছর পার করে ফেললেন। কিন্তু জানেন কি তিনি ছাত্র হিসেবে কেমন ছিলেন? ফাঁস করলেন তাঁরই সহপাঠী। 

সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব সায়রা শাহ হালিম, যিনি অক্ষয় খান্নার সহপাঠী ছিলেন তিনি অভিনেতাকে নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন। জানিয়েছেন স্কুলে কেমন ছাত্র ছিলেন তিনি। 
সায়রা শাহ হালিম এবং অক্ষয় খান্না দুজনেই উটির লরেন্স স্কুল লাভডেলের ছাত্র, ছাত্রী ছিলেন। স্কুল সময়ের স্মৃতি হাতড়ে সায়রা এদিন ইনস্টাগ্রামের পোস্টে লেখেন, 'লরেন্স স্কুল লাভডেল উটির আসল হার্টব্রেক কিড।' বড়পর্দায় আসার আগে তাঁকে কেমন দেখতে ছিল সেটাও একটি ছবি পোস্ট করে সকলকে দেখান। 

তিনি এদিন এই পোস্টে আরও লেখেন, 'আমি এর আগে কখনও এই বিষয়ে বলিনি, কিন্তু অক্ষয় খান্না আমাদের থেকে কয়েক বছরের সিনিয়র ছিল স্কুলে। মাঝে একদিন স্কুলে হইচই পড়ে গেল যে বিনোদ খান্নার ছেলে ক্লাস ১১-এ ভর্তি হচ্ছে। আমরা সবাই সেই সময় ভাবছিলাম যে কে সে, কেমন দেখতে তাঁকে। এরপরের দুটো বছর ওঁকে রোজ দেখেছি যাওয়া আসার সময়। স্কুলের প্রতিটি মেয়ের ক্রাশ ছিলেন উনি। পিরিয়ড!' সায়রা জানান পুরুষালি ক্যাপ্টেন ছিলেন না অভিনেতা তাঁদের স্কুলের ফুটবল টিমের। কিন্তু যেন ঝড়ের আগে শান্ত ভাব ছিলেন। সায়রা লেখেন, 'রহস্যে মোড়া ছিলেন অক্ষয়। উনি কখনও স্কুলের সোস্যালে আসতেন না। কোনও বড় গ্রুপের অংশ ছিলেন না। একা একা স্কুল ক্যাম্পাসে হাঁটতেন বা একা লনে বসে চা খেতেন।' 

পশ্চিমবঙ্গের এই জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব জানান অভিনেতার বাবা এবং সৎ মা মাঝেমধ্যে তাঁর সঙ্গে স্কুলে দেখা করতে আসতেন। পোস্টের শেষে সায়রা জানান তিনি ভীষণ খুশি যে অবশেষে অক্ষয় তাঁর প্রাপ্য খ্যাতি, সম্মান পাচ্ছেন।

প্রসঙ্গত গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ধুরন্ধর। বক্স অফিসে ঝড় তুলে ২৩৯ কোটি টাকা আয় করেছে এই ছবি ৮ দিনে। রেহমান ডাকাতের চরিত্রে নজর কেড়েছেন অক্ষয় খান্না। ভারতীয় গুপ্তচর হামজার চরিত্রে রয়েছেন রণবীর সিং। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর মাধবন, সারা অর্জুন, প্রমুখ। আদিত্য ধর এই ছবিটির পরিচালনা করেছেন।