সংবাদ সংস্থা মুম্বই: অজয় দেবগণের কেরিরিয়ারের সবচেয়ে আইকনিক চরিত্রগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় চরিত্র—বিজয় সালগাঁওকর। ‘দৃশ্যম’ সিরিজের সেই নিঃশব্দ, বুদ্ধিমান পারিবারিক মানুষ, যিনি আইনকে ঘুরপথে চক্কর খাওয়াতে জানেন—ফিরছেন আবারও, তৃতীয় পর্বে! তাই ‘২ অক্টোবর’ শুধুমাত্র একটা তারিখ নয়, সিনেমাপ্রেমীদের কাছে এই তারিখ মানেই বিজয় সালগাঁওকারের পরিকল্পনার ছক। আর এবার সেই ছকেরই তৃতীয় অধ্যায়!
‘দৃশ্যম ৩’ শুটিং শুরু হচ্ছে ঠিক গান্ধী জয়ন্তীতেই — ২০২৫ সালের ২ অক্টোবর থেকে! সূত্র বলছে, এইদিন থেকেই মহারাষ্ট্রের একাধিক লোকেশনে শুরু হবে এই থ্রিলারের অন্তিম অধ্যায়ের শুটিং। প্রায় ৩ মাস ধরে চলবে এই শুটের ম্যারাথন শিডিউল — বাস্তব লোকেশন আর স্টুডিও মিলিয়ে।
প্রযোজক কুমার মঙ্গত ও অভিষেক পাঠক চূড়ান্ত করে ফেলেছেন গোটা শিডিউল। আর এই নিয়ে তৃতীয়বারের মতো নিজের আইকনিক চরিত্র বিজয় সালগাঁওকারের ভূমিকায় ফিরছেন অজয় দেবগন। দৃশ্যম ৩ মুক্তি পাবে ২ অক্টোবর ২০২৬, ঠিক তারিখ মিলিয়ে — যেন পুরো ফ্র্যাঞ্চাইজির ছন্দ না ভেঙে যায়। ছবির চিত্রনাট্য ইতিমধ্যেই ফাইনাল। এখন চলছে সংলাপের শেষ ছাঁকনি।
পরিচালক অভিষেক পাঠক ফিরছেন এই ছবিতে। তিনিই ‘দৃশ্যম ২’ পরিচালনা করেছিলেন। সঙ্গে ফিরছেন পুরো ‘ দৃশ্যম পরিবার’ — শ্রিয়া শরণ, ঈশিতা দত্ত, মৃণাল জাধব, তাব্বু, রজত কাপুর, কমলেশ শর্মা — প্রত্যেকে। তবে ছবির এক জায়গায় রয়েছে সবচেয়ে বড় রহস্য। এখনও স্পষ্ট নয় — অজয়ের ‘দৃশ্যম ৩’ কি মোহনলালের মালয়ালম ‘দৃশ্যম ৩’ ছবির রিমেক হবে না কি সম্পূর্ণ নতুন মৌলিক চিত্রনাট্যের ভিত্তিতে তৈরি হবে?কারণ দুটি ছবিতেই কাজ চলেছে অনেক দিন। জুলাইয়ের শেষ নাগাদ স্পষ্ট হবে কোন পথে হাঁটবে অজয়ের ‘দৃশ্যম ৩’।
‘দৃশ্যম ৩’-এর পাশাপাশি অজয় দেবগণের হাতে রয়েছে একগুচ্ছ ছবির কাজ – ‘টোটাল ধামাল’, ‘রেঞ্জার’, ‘গোলমাল ৫’, ‘শয়তান ২’।
