সংবাদসংস্থা মুম্বই: আরও এক তারকা পরিবারের সদস্য যশরাজ প্রযোজনা সংস্থার মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছেন। এবার পরিচালক মহিত সুরির আগামী ছবি ‘সাইয়ারা’-তে অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাইপো অহন পাণ্ডের অভিষেক হচ্ছে। যদিও বহুদিন ধরেই অহনের অভিনয়ে যাত্রা শুরুর খবর কানাঘুষো শোনা যাচ্ছিল টিনসেল টাউনে। তবে এবার এল সুখবর।

 

যশরাজ তাঁদের রোমান্টিক ছবির জন্য বিখ্যাত। আর রোমান্টিক ছবির হিট মেশিন বলা হয় পরিচালক মোহিত সুরিকে। এই রোম্যান্টিক ছবিতে অহন পাণ্ডের বিপরীতে নায়িকার চরিত্রে দেখা যাবে অনিত পাড্ডাকে। অনিত এর আগে ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ এ অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন। প্রথমবার তাঁকে দেখা যাবে রোমান্টিক ছবির নায়িকা হিসাবে। 

 

ইতিমধ্যেই সামনে এসেছে ছবির টিজার। টিজারের ঝলকে অহন ও অনিতকে দেখে চোখ ফেরাতে পারেননি দর্শক। তবে কি এবার আরও এক রোমান্টিক নায়ক পেতে চলেছে বলিউড? এই প্রশ্ন উঠছে নেটপাড়ায়। আগামী ১৮ জুলাইতে এই ছবি বড়পর্দায় মুক্তি পাচ্ছে।

 

প্রসঙ্গত, বলিউডে স্বজনপোষণ নিয়ে বহুবার কথা উঠলেও তার প্রভাব পড়েনি। এবার পাণ্ডে পরিবারের আরও এক সদস্য অভিনয় জগতে পথ চলা শুরু করলেন। যদিও এখনও পর্যন্ত দর্শকের কাছে প্রশংসিত হয়েছেন অহন। বাকিটা তাঁর ছবির বক্স অফিস বলবে।