নিজস্ব সংবাদদাতা: ২০১৬ সালে ‘ধুমকেতু’র শুটিং সারেন দেব এবং শুভশ্রী। নানা জটিলতায় মুক্তি পায়নি সেই ছবি। তবে বহু বছর ধরেই সেই ছবি মুক্তি নিয়ে উদ্যোগী প্রযোজক রাণা সরকার। দেব নিজেও একাধিকবার জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারে সেরা অভিনয় লুকিয়ে রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতেই। দেব-শুভশ্রীর অনুরাগীরাও ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন।  সমাজমাধ্যমে অসংখ্যবার এই ছবিমুক্তির প্রশ্নে মুখোমুখি হয়েছেন রাণা এবং দেব দু'জনেই। 

 

এমতাবস্থায়, গত ডিসেম্বরে দেব ও শুভশ্রীর 'খাদান' ও 'সন্তান' মুক্তির পর 'ধূমকেতু' নিয়ে আশা জাগিয়েছিলেন রাণা। তবে ‘ধুমকেতু’ মুক্তির জন্য তিনি দর্শকের উদ্দেশে বিশেষ শর্তও দিয়েছিলেন। ফেসবুক পোস্টে রানা লেখেন, ‘‘‘ধুমকেতু’ রিলিজ হবে... ‘খাদান’ আর ‘সন্তান’, দুটো সিনেমাই হিট হলে। দেব এবং শুভশ্রী দু’জনকেই হিট করাতে হবে।’’

 

বক্স অফিসের নিরিখে ‘খাদান’ বাংলা ছবির সব রেকর্ড ভেঙে দিয়েছে। অন্যদিকে, মিঠুন চক্রবর্তী-শুভশ্রী-ঋত্বিক চক্রবর্তী অভিনীত ‘সন্তান’ও যথেষ্ট ভাল ব্যবসা করেছে। সমালোচক মহলেও দারুণ প্রশংসিত হয়েছে সেই ছবি। তাই নিজের দেওয়া কথা রাখার জন্য প্রস্তুতি শুরু করলেন 'জাতিস্মর' ছবিখ্যাত এই প্রযোজক। দেবের সঙ্গে তাঁর অফিসে এই ছবিমুক্তি নিয়ে বৈঠক সারলেন রাণা। বৈঠক শেষে রাণার সঙ্গে হাসিমুখের একটি ছবি পোস্ট করেছেন স্বয়ং দেব। সঙ্গে ক্যাপশনে লিখেছেন,  “এমনি...আশা করি এবারে ভাল কিছু হবে।”

 

স্বভাবতই, এই ছবি দেখে হইচই পড়ে গিয়েছে দেব-ভক্তদের মধ্যে। গোটা বিষয়টি জানতে রাণা সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। খুব বেশি ভাঙলেও রাণা এটুকু বললেন, “হ্যাঁ। বৈঠক আশাপ্রদ। দেব নিজেও ভীষণ আগ্রহী এই ছবি মুক্তির ব্যাপারে। আন্তরিক চেষ্টা করছে ও। আমি তো আছি-ই সঙ্গে। তবে সব জানার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে...।”  প্রযোজক এর থেকে বেশি কিছু বলতে না চাইলেও সূত্রের খবর, ওটিটিতে নয় বরং বড়পর্দায় আছড়ে পড়বে ‘ধূমকেতু’! 

 

সেটা কি চলতি বছরেই? ওই যে তা জানার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে।