সংবাদ সংস্থা মুম্বই: অসমের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার আর্চিতা ফুকন—যিনি অনলাইনে ‘বেবিডল আর্চি’ (Babydoll Archie) নামে পরিচিত—বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে গুগল সার্চ পর্যন্ত সর্বত্র চর্চার কেন্দ্রে। কারণ? জনপ্রিয় পর্নস্টার কেন্ড্রা লাস্ট-এর সঙ্গে তাঁর একাধিক ছবি এবং ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

 

সম্প্রতি, আর্চিতা ইনস্টাগ্রামে কেন্ড্রা লাস্টের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, “প্রথমবার কেন্ড্রার সঙ্গে দেখা হওয়া এক অভিজ্ঞতা! ওর আত্মবিশ্বাস, পেশাদারিত্ব, সাফল্য দেখে আমি মুগ্ধ। ওর কাছ থেকে শেখার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।”

 

 

এই পোস্ট ঘিরেই তৈরি হয় বিস্ফোরণ। অনেকে ছবিটিকে  কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ছবি (AI জেনারেটেড) বলে দাবি করলেও, গুজবের আগুনে ঘি পড়ে যায় আরও এক ধাপ—এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে, যা নাকি আর্চিতার বলে দাবি করা হচ্ছে। এমনও শোনা যাচ্ছে, তিনি নাকি আমেরিকান পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছেন!

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Archita Phukan (@babydoll_archi)