নিজস্ব সংবাদদাতা: ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। তারপরেই বেঁধেছে বিতর্ক। গতকাল অর্থাৎ রবিবার রাতেই এই অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকার সব বিভাগ থেকে থেকে নিজেদের ছবি ও কলাকুশলীদের নাম সরিয়ে নেওয়ার ঘোষণা করেছেন জনপ্রিয় পরিচালক জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবার সেই তালিকায় জুড়ল জাতীয় পুরস্কারজয়ী প্রযোজক রাণা সরকারের নাম।
রাণার প্রযোজনা সংস্থা ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’ তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে অনুরোধ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা থেকে তাঁদের প্রযোজনা সংস্থার ছবি ও কলাকুশলীদের যেন অন্তর্ভুক্ত না করা হয়। পাশাপাশি স্পষ্টভাবে জানানো হয়েছে তাঁদের সংস্থার কোনও লোগো, ছবির নাম, গান কিংবা ভিডিও এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অথবা কোথাও তিলমাত্র ব্যবহার না করা হয়। কেন হঠাৎ এই বিবৃতি জারি করলেন 'জাতিস্মর' এর প্রযোজক? নেপথ্যের কারণ জানার জন্য রাণা সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন।
কাটা, কাটাভাবে, স্পষ্ট করে রাণা বললেন, “যে কোনও অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় জায়গা পাওয়ার একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। প্রযোজনা সংস্থা অথবা ছবির পরিচালক নিজের ছবি, কলাকুশলীদের নাম জমা দেবেন। তারপর সব আবেদনপত্র খতিয়ে দেখে, ভোটাভুটি করে জুরিরা বিচার করে মনোনয়ন তালিকা ঠিক করেন। অথবা কোনও অ্যাওয়ার্ডস সংস্থা যদি স্বতঃপ্রণোদিত হয়ে কোনও ছবিকে মনোনয়ন দিতে চান তাহলে সেই ছবির নির্মাতাদের আগে থেকে জানিয়ে তাঁদের থেকে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট নিয়ে নেয়। এর কোনওটাই হয়নি, কোনওদিন হয় না ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা নির্বাচনের ক্ষেত্রে।”
সামান্য থেমে খানিক উষ্মা প্রকাশ করে রাণা আরও বলেন, “দেখুন, পুরস্কার পাওয়াটা বড় কথা নয়। কিন্তু সম্মানটা অনেক বড়। একজন ছবি নির্মাতা খেটেখুটে ছবি তৈরি করেন। তাঁর সেই প্রোডাক্ট অন্য জায়গায় ব্যবহৃত হবে অথচ তাঁকে জানানো হবে না। এটা কোন দেশীয় নীতি? কোথাও এমন হয় না। আর একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, এই ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এ আসলে কারা রয়েছেন? কে বা করা চালনা করেন? সারা বছর তাঁদের অন্য কোনও কর্মসূচী নেই। স্বাভাবিকভাবেই তাঁদের সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ কোনও স্বচ্ছতা-ই তো নেই! তাঁরা যে বোঝাপড়া করে কাউকে পুরস্কার দেবে না, তার গ্যারান্টি কে দেবে? শেষে বলব, স্বত্ব অধিকার আইনের কথা। সেটা কিন্তু মেনে চলছি আমরা। আশা করি, ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ও তা মেনে চলবে!”
