সংবাদ সংস্থা, মুম্বই: ‘অ্যানিম্যাল’ থেকে ‘বুলবুল’-এর মতো ছবি রয়েছে ভাঁড়ারে। অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দর্যেও মুগ্ধ দর্শকেরা। বলিউডের অন্যতম স্টাইল আইকন, হট অভিনেত্রী তৃপ্তি দিমরি নাকি স্বাধীনতা হারিয়ে ফেলেছেন। কেরিয়ারের শীর্ষে থেকেও কী এমন হল তাঁর? নেপথ্যের কারণ নিজেই ব্যাখ্যা করেছেন তৃপ্তি।

‘লায়লা মজনু’, ‘কালা’ ছবিতে অভিনয় করেও প্রশংসা পেয়েছিলেন তৃপ্তি। কিন্তু ‘অ্যানিম্যাল’-এর পর থেকে তিনি নতুন করে চর্চায় উঠে আসেন। সন্দীপ রেড্ডি ভাঙার ছবিতে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় অভিনেত্রীকে। আর সাহসী অভিনয়ই তাঁকে খ্যাতি এনে দিয়েছে। এরপর ‘ব্যাড নিউজ’ সহ পর পর একাধিক ছবিতে বেশ খোলামেলা চরিত্রে ধরা দেন তৃপ্তি। বর্তমানে একের পর এক কাজ রয়েছে নায়িকার হাতে। আর এই তামাম খ্যাতিই স্বাধীনতা কেড়ে নিয়েছে, সম্প্রতি এমনটাই জানান তৃপ্তি। 

অভিনেত্রীর কথায়, 'আমি অ্যানিম্যাল মুক্তির আগে নিজেই সবজি কিনতে যেতাম। এখন যে দিনটা দেখছি এক সময় নিজেকে অভিনেতা হিসেবে এভাবেই দেখতে চাইতাম। খ্যাতি আসলে সবাই চায়। কিন্তু আমি আমার স্বাধীনতাও ভালোবাসি। আমার হাঁটতে ভাল লাগে। বন্ধুদের সঙ্গে কোনও চিন্তা ছাড়াই আড্ডা মারতে ভালো লাগে। কিন্তু এখন এই বিষয়গুলিই অনেকটা বদলে গিয়েছে। আমি এখন আর অতটা স্বাধীন নই।'

তবে কি জীবনের নতুন পর্যায় উপভোগ করছেন না অভিনেত্রী? তাঁর মতে, 'আমি আমার নিজের সময়টাকে খুব ভালবাসি। একটা সময় এমন কেটেছে যেখানে আমি অনেকটা সময় কার্টার রোডে হেঁটে কাটাতাম। খেতে যেতাম। এখন আমি সেসব কিছুই করতে পারি না। খুব সচেতন থাকতে হয় আমায়। তাই এই বিষয়গুলিকে খুব মিস করি। তবে সেটা বাদে বাকি যা আছে সবই খুব ভাল।'

ভিকি কুশলের বিপরীতে ‘ব্যাড নিউজ’-এ শেষবার পর্দায় তৃপ্তি দিমরিকে দেখা গিয়েছে। ছবিটি বক্স অফিসে খুব একটা ভাল ফল করতে পারেনি। এরপর ‘ভুল ভুলাইয়া ৩’-এ নায়িকা হিসেবে থাকবেন তিনি। ওই ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন তৃপ্তি। দীপাবলির সময় মুক্তি পাবে ‘ভুল ভুলাইয়া ৩’। সদ্যই প্রকাশ্যে এসেছে ওই ছবির ঝলক।